নগরের ষোলশহর ও রুবি গেট এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি খাদ্যসামগ্রী তৈরিসহ বিক্রির দায়ে একতা এবং আইডিয়াল লাইফ নামে দুইটি বেকারিকে জরিমানা করেছে চসিকের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার ষোলশহর ও রুবি গেট এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযানে পরিচালিত হয়।
চসিকের জনসংযোগ বিভাগ জানিয়েছে, অভিযানে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি, বিএসটিআইর অনুমতিবিহীন বিভিন্ন রাসায়নিক ব্যবহার, মেয়াদবিহীন উৎপাদিত পণ্য সংরক্ষণ ও যথাযথ স্বাস্থ্যবিধি না মানার অপরাধে রুবি গেইট এলাকার একতা বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই অভিযানে ষোলশহর টিঅ্যান্ডটি কলোনি রোডের আইডিয়াল লাইফ বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে জানায় চসিক।












