ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গাজীপুর জেলা প্রশাসন ও কারা কর্তৃপক্ষের তদন্ত প্রতিবেদনে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সবগুলো কমিটির অভিমত এই রকম- তারা ভিডিও ফুটেজ, তার কক্ষে যে কয়জন ছিলেন এবং কারাগারের কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতালে যখন নিয়ে গিয়েছিলেন তাদের সবার অভিমত নিয়ে যে প্রতিবেদন দিয়েছেন, তাতে বলছেন ন্যাচারাল ডেথ হয়েছে। অস্বাভাবিক মৃত্যু নয়ে এটা। খবর বিডিনিউজের।
মৃত্যুর কারণ তাহলে কী- ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তা বোঝা যাবে জানিয়ে মন্ত্রী বলেন, মুশতাকের কক্ষের লোকজন বলেছিল, সেদিন টয়লেটে যাওয়ার পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং তারপর যথারীতি কারাগারের চিকিৎসক তাকে চিকিৎসা দিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাজউদ্দীন মেডিকেলেও নেওয়া হয়েছিল। ময়নাতদন্ত প্রতিবেদন এখনও আসেনি জানিয়ে এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সুরতহাল প্রতিবেদনে এসেছে যে, শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আর পোস্টমর্টেম চিকিৎসকরা প্রাথমিকভাবে যে অভিমত করেছেন, তা লিখিত অভিমত নয়, তা এই প্রতিবেদনে এসেছে। সেটাই আপনাদের (সাংবাদিক) জানালাম।