অস্ত্র হাতে সেলফি, যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৫ নভেম্বর, ২০২৪ at ৭:৪৫ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকায় রায়হান ফেরদৌস মোরশেদ (২৪) নামে এক যুবকের পকেট তল্লাশি করে একটি অবিস্ফোরিত কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার পকেটে থাকা মোবাইলটি লুকানোর চেষ্টা করলে পুলিশ তার মোবাইলটি চেক করে বন্দুক হাতে একটি সেলফি দেখতে পান। অস্ত্রটি সম্পর্কে তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তার দেয়া তথ্যমতে গত রবিবার দিবাগত রাতে সাতকানিয়া থানাধীন দ্বীপের কুল বাংলাবাজার এলাকার তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। এ ঘটনায় মোরশেদকে গ্রেপ্তার করা হয়।

এই ব্যাপারে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ জানান, রবিবার রাত তিনটার দিকে নতুন ব্রিজ এলাকায় বাকলিয়া থানার টহল পুলিশের কাছে রায়হান নামে এক যুবকের আচরণ সন্দেহজনক মনে হয়। এসময় তার পকেটে তল্লাশি চালিয়ে একটি অবিস্ফোরিত কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতিতেই সে মোবাইল লুকানোর চেষ্টা করলে তার মোবাইল চেক করে বন্দুক হাতে একটি সেলফি দেখতে পান পুলিশ সদস্যরা।

এসময় জিজ্ঞাসাবাদে একপর্যায়ে ওই যুবক স্বীকার করে বন্দুকটি তার বাড়িতে লুকানো আছে। সেই মোতাবেক বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ি থেকে একটি একনলা বন্দুক এবং আরেকটি অবিস্ফোরিত .৩০৩ ক্যালিবারের কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বাকলিয়া থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএস আলমের বন্ধকী সম্পত্তি নিলামে তুলবে ব্যাংক
পরবর্তী নিবন্ধপিকআপের ধাক্কায় ভাঙল ফ্লাইওভারের ব্যারিয়ার