চট্টগ্রাম কমার্স কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল আলম শিপনের অস্ত্র হাতে ছবি নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিতে দেখা যাচ্ছে ইতালিয়ান ‘পেট্রো ব্যারোটা’ নামে একটি পিস্তল ও ম্যাগজিন হাতে দাঁড়িয়ে আছেন তিনি। তবে আরিফুল আলম শিপন দাবি করেছেন ছবিটি তাঁর না। জামায়াত–বিএনপি চক্র ছবিটি এডিট করে পোস্ট করেছে তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হয়রানি করার জন্য। এ ব্যাপারে তিনি গত সোমবার পতেঙ্গা থানায় একটি জিডি করেছেন বলে আজাদীকে জানান। পতেঙ্গা থানার ওসি আফতাব আহমেদ জিডির বিষয়টি স্বীকার করে আজাদীকে বলেন, আদালতের নির্দেশ পেলে অবশ্যই আমরা তদন্ত করে দেখবো।
ছাত্রলীগ নেতা আরিফুল আলম শিপন বলেন, ছবিতে আমার মুখাবয়বটি ২০১২–১৩ সালের। সেই সময়ের ছবি নিয়ে এটি এডিট করা হয়েছে। বর্তমানে আমাকে যারা দেখেছেন তারা বলতে পারবেন। আমি দশ বছর ধরে রাজনীতি করছি। আমার নামে কোনো থানায় কোনো মামলা নেই। আমার বাবা সরকারি চাকরিজীবী। একটি নির্দিষ্ট চক্র আমার বিরুদ্ধে একমাস ধরে লেগে আছে। এরআগেও জামায়াত–বিএনপি চক্রটি ২০১৮ সালের নির্বাচনের সময় আমার ফেসবুক আইডি হ্যাক করেছিল। এবারও তারাই করেছে বলে মনে করছি।