অস্ত্র মামলায় যুবকের ১০ বছর কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ নভেম্বর, ২০২২ at ৭:৫৪ পূর্বাহ্ণ

সন্দ্বীপের মুছাপুরে অবৈধভাবে পাইপগান হেফাজতে রাখার অভিযোগে দায়ের করা একটি মামলায় এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মো. রহমান নামের ওই যুবক মুছাপুরের মো. আবুল কালামের ছেলে। গতকাল চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞা এ রায় ঘোষণা করেন। আসামি জামিনে গিয়ে পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মো. রহমানকে বিচারক এ কারাদণ্ড দিয়েছেন। পুরো বিচার প্রক্রিয়ায় মোট ছয়জনের সাক্ষ্য নেয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০০৬ সালের ৯ অক্টোবর গিয়াস উদ্দিন নামের স্থানীয় এক ব্যবসায়ী দোকানের জন্য মালামাল ক্রয় করে ফেরার সময় মো. রহমান অস্ত্র ঠেকিয়ে মালামাল, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। একপর্যায়ে লোকজনের হাতে তিনি আটক হন।

পরে পুলিশকে খবর দিলে পুলিশ রহমানকে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯() ধারায় মামলা হয়।

পূর্ববর্তী নিবন্ধউন্নত দেশ গঠনে ডিপ্লোমা পেশাজীবীদের ভূমিকা সর্বাগ্রে
পরবর্তী নিবন্ধপটিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা