অস্ত্র মামলায় টিনু ফের কারাগারে

আজাদী প্রতিবেদন | সোমবার , ২১ জুন, ২০২১ at ৫:০০ পূর্বাহ্ণ

পাঁচলাইশ থানার একটি অস্ত্র মামলায় চকবাজারের যুবলীগ নেতা নূর মোস্তফা টিনুকে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলির আদালত এ নির্দেশ দেন। এর আগে উচ্চ আদালতের নির্দেশে সংশ্লিষ্ট এ আদালতে টিনু আত্মসমর্পণ করেন। মহানগর পিপি বীর মুক্তিযোদ্ধা ফখরুদ্দিন চৌধুরী আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাষ্ট্রপক্ষের আবেদনে গত ২৩ মে উচ্চ আদালত টিনুর জামিন বাতিল করে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় টিনু রোববার দুপুরে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর দেশজুড়ে চলা শুদ্ধি অভিযানের সময় বিদেশী অস্ত্রসহ নগরীর চকবাজারের কাপাসগোলা এলাকা থেকে নূর মোস্তফা টিনুকে গ্রেপ্তার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে পাঁচলাইশ থানায় অস্ত্র আইনের বিভিন্ন ধারায় নূর মোস্তফা টিনু ও তার সহযোগী জসিম উদ্দিনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। একপর্যায়ে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে দীর্ঘদিন কারাগারে থাকার পর চলতি বছরের ২৩ জানুয়ারি জামিনে মুক্তি পান টিনু।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধএক মহাপ্রতারক