রাউজানে নিজ বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের মামলায় সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল চট্টগ্রামের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম তার এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাউজানের এই সংসদ সদস্যকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করে জেলা গোয়েন্দা পুলিশ। জেলা কোর্ট পরিদর্শক জাকের হোসেন হোসাইন দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। আদালতসূত্র জানায়, গত ২৫ সেপ্টেম্বর সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর রাউজানের গহিরার বাড়ি থেকে একটি পয়েন্ট ২২ বোরের রাইফেল, একটি এলজি, একটি রিভলবার, একটি শটগান ও সাত রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া এসব অস্ত্রের মধ্যে শুধু রাইফেলের লাইসেন্স ছিল। বাকি অস্ত্র অবৈধ। সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বৈধ অস্ত্র জমা না দেওয়ায় সেটিও অবৈধ হয়ে যায়। অস্ত্র–গুলি উদ্ধারের এ ঘটনায় রাউজান থানায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন রাউজানের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী। এরপর গত ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তিনি গ্রেপ্তার হন। পরে ১৯ সেপ্টেম্বর তাকে একটি হেলিকপ্টারে করে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে নগরীর দামপাড়া পুলিশ লাইনের মাঠ হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।












