অস্ত্র মামলায় এক ব্যক্তির ১৭ বছরের কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | সোমবার , ১ জুলাই, ২০২৪ at ১০:১৯ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে একটি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধারের মামলায় মো. শহিদুল ইসলাম খোকন নামে এক ব্যক্তিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের ২য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সরওয়ার আলম এ রায় ঘোষণা করেন। এ সময় খোকন কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালে মো. শহিদুল ইসলাম খোকনের কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের হয়। মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল হলে বিচারক তার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধআজকের জোয়ার ভাটার সময়সূচি
পরবর্তী নিবন্ধবাঁকখালী নদীতে মস্তকবিহীন লাশ