অস্ত্র গুলিসহ গ্রেপ্তার ২

নগরীতে পৃথক অভিযান

আজাদী প্রতিবেদন | শনিবার , ২০ নভেম্বর, ২০২১ at ৭:০৫ পূর্বাহ্ণ

নগরীতে পৃথক অভিযান পরিচালনা করে দুটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার সন্ধার আগে ও পরে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে আকবরশাহ থানাধীন লেকসিটি এলাকা থেকে সন্ধার পরে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলিসহ মো. আরিফুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়। তিনি আকবরশাহ থানার জিয়ানগর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। অন্যদিকে সন্ধার আগে বাকলিয়া থানাধীন বাকলিয়া এক্সেস রোড এলাকার ইউনুছ সওদাঘরের নির্মাণাধীন ভবন থেকে মো. সোহেল আহমেদ সেলুকেও (৩৫) একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নেয়াজ মোহাম্মদ চপল আজাদীকে পৃথক অভিযানের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তার দুজনই নগরীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে আসছিলেন। গ্রেপ্তার পরবর্তী তারা আমাদের কাছে এসব তথ্য দেন।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় আগুনে পুড়ল ৬ দোকান
পরবর্তী নিবন্ধপ্রবাসীদের সঙ্কট কমাচ্ছে রেমিটেন্সের গতি