অস্ত্র উদ্ধারের মামলায় হাইকোর্টে খালাস পেলেন বাবর

| বৃহস্পতিবার , ২০ মার্চ, ২০২৫ at ১১:০৫ পূর্বাহ্ণ

বাসা থেকে অস্ত্র উদ্ধারের মামলায় ১৭ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। কারাদণ্ডের বিরুদ্ধে বাবরের করা আপিল মঞ্জুর করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এ রায় ঘোষণা করেন। আদালতে বাবরের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী। খবর বাসসের।

সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২৮ মে বাবরের গুলশানের বাসার শোবার ঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের অভিযোগে রাজধানীর গুলশান থানায় মামলা হয়। সে মামলার বিচার শেষে ২০০৭ সালের ৩০ অক্টোবর ঢাকার মহানগর নয় নম্বর বিশেষ ট্রাইবুন্যাল বাবরকে ১৭ বছরের কারাদণ্ড দেন। সে রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন।

পূর্ববর্তী নিবন্ধজিয়া উদ্যান নাম পুনর্বহাল
পরবর্তী নিবন্ধমানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে যৌন নিপীড়ন, হাটহাজারীতে আটক ১