নগরীর পাহাড়তলীর সরাইপাড়া থেকে বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তার নাম মো. ইফতেখার আলম রাহাত। ফেনীর ফরহাদনগর এলাকার বাসিন্দা তিনি। গতকাল চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরা এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি কাঠগড়ায় হাজির ছিলেন না। তিনি পলাতক। এ জন্য তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ দৈনিক আজাদীকে বলেন, ৬ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন। আদালতসূত্র জানায়, গত বছরের ৫ ফেব্রুয়ারি নগরীর পাহাড়তলীর উত্তর সরাইপাড়া একটি বিদেশী পিস্তল, একটি খালি ম্যাগাজিনসহ মো. ইফতেখার আলম রাহাতকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পাহাড়তলী থানার এসআই সৈয়দ মহিউদ্দিন আহমেদ বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করেন। তদন্ত শেষে একই মাসের ২৭ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ছায়েম। এরপর একই বছরের ৪ জুলাই উক্ত আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।












