অস্ত্রোপচার করাতে হবে মোমিনুলকে

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১ ডিসেম্বর, ২০২০ at ১১:১০ পূর্বাহ্ণ

মোমিনুলের আঙ্গুলে যে আঘাত পেয়েছে তা প্রথাগত চিকিৎসা ও পুনর্বাসনে ভাল হওয়া কঠিন। তাই পুরোপুরি সেরে উঠতে অস্ত্রোপাচার করাতেই হবে টাইগার টেস্ট দলপতিকে।
তবে করোনা পরিস্থিতিতে দেশের বাইরে তাঁর অস্ত্রোপচার দূরহ বলে মনে করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগ। কেননা ভিসা প্রক্রিয়া থেকে শুরু করে মহামারিকালে কোয়ারেনটাইনের মতো অলঙ্গনীয় ব্যাপারও আছে। তাছাড়া এক মাস বাদেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। এমতাবস্থায় অস্ত্রোপচারে কালক্ষেপণ করতে চাইছে না বিসিবির মেডিকেল ইউনিট। গতকাল বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এ কথা জানান। তিনি বলেন মনে হচ্ছে মোমিনুলের অপারেশন করাতে হবে।

পূর্ববর্তী নিবন্ধসিসিএল-এমজিআই এইটবলে আরশাদ চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধতামিমের দলকেও হারাল চট্টগ্রাম