অস্ত্রের মুখে বাড়ি থেকে যুবককে অপহরণ!

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ মার্চ, ২০২২ at ৯:১৩ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরতলীর জেলা কারাগার ও পুলিশ লাইন সংলগ্ন বাড়ি থেকে নুর মোহাম্মদ (১৯) নামের এক যুবককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে ১২/১৩ জন অস্ত্রধারী সন্ত্রাসী ওই যুবকের বসতঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবার সদস্যদের মারধর ও জিম্মি করে এই অপহরণের ঘটনা ঘটায়। এসময় বাধা দিতে গিয়ে সন্ত্রাসীদের বেধড়ক মারধরে মা তরিকা বেগম ও পিতা আয়ূব আলী আহত হন। এই ঘটনায় অপহৃত যুবকের মা তরিকা বেগম বাদী হয়ে গতকাল বুধবার সকালে কঙবাজার সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। নুর মোহাম্মদ পেশায় একজন সমুদ্র সৈকত এলাকার হকার।
তরিকা বেগম দাবি করেন, তার ছেলের অপরণকারীদের মধ্যে কয়েকজনকে তিনি শনাক্ত করতে পেরেছেন। এর মধ্যে শহরের নূনিয়াচঢ়ার মোস্তফা নামের একজন যুবকও রয়েছে। অপহরণের পর তার ছেলেকে রাতে ওই যুবকের ঘরে নিয়ে যাওয়া হয় এবং সকালে একটি বরফকলে নিয়ে রাখা হয় বলে স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন। এরপর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। তবে এ বিষয়ে কঙবাজার সদর থানা পুলিশের ওসি শেখ মুনীরুল গিয়াস গতরাত ৯টার সময় বলেন, অপহরণের অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলী থেকে রেলওয়ের চোরাই মালসহ আটক ২
পরবর্তী নিবন্ধশিক্ষার পাশাপাশি ক্রীড়া সংস্কৃতিতেও আমাদের এগিয়ে থাকতে হবে