অস্ত্রসহ দুই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বোয়ালখালী প্রতিনিধি | সোমবার , ১২ মে, ২০২৫ at ১০:০৭ পূর্বাহ্ণ

বোয়ালখালী থানা পুলিশের যৌথ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর ঘটনায় ব্যবহৃত অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হুলাইন গ্রামের খালেক মেম্বার বাড়ির মো. নুরুল আবছারের ছেলে মো. গিয়াস উদ্দিন সাব্বির (৩১)। সাব্বির পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি। এছাড়া ছনহরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাডারা গ্রামের ফুল গাজীর বাড়ির মৃত আবুল হোসেনে ছেলে মো. বছিরুল হক শাহিন (২৩)। শাহিন পৌরসভা ছাত্রলীগ নেতা বলে জানা গেছে। তারা উভয়েই গত ২০২৪ সালের ৪ আগস্ট পটিয়ায় ছাত্রজনতার আন্দোলনে গুলি চালানোর ঘটনায় দায়ের করা তিনটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বোয়ালখালীর শাকপুরা ইউনিয়নের মিলিটারীপুল এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় মো. গিয়াস উদ্দিন সাব্বিরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ২টা ৫৫ মিনিটে পটিয়া পৌরসভার আলোছায়া আবাসিক ভবনের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে মো. বছিরুল হক শাহিনকে গ্রেপ্তার করা হয়। বছিরুল হকের ভাড়া বাসার ড্রয়িং রুমের খাটের নিচ থেকে পুলিশ একটি একনলা বন্দুক, তিনটি লেডবল গুলি, চারটি পিস্তলের গুলি, একটি লোহার পাত, কাঠের হাতলযুক্ত একটি চাকু এবং শিকলযুক্ত স্টেইনলেস স্টিলের দুই হাতলবিশিষ্ট একটি ননচাকু উদ্ধার করে। তারা ছাত্রজনতার আন্দোলন দমন করতে এসব অস্ত্র ব্যবহার করে করে গুলি চালায় বলে জানা গেছে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, অস্ত্রসহ জব্দকৃত সরঞ্জাম ও আসামিদের পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বোয়ালখালী থানা পুলিশ বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেছে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে আছাদ আলীর ওরশ আজ
পরবর্তী নিবন্ধবোধনের রবীন্দ্র জন্মজয়ন্তী আজ