অস্ত্রসহ আটক ২৩ মিয়ানমার নাগরিককে কারাগারে প্রেরণের নির্দেশ

রিমান্ড নামঞ্জুর

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:২৯ পূর্বাহ্ণ

সীমান্ত থেকে আটক অস্ত্রধারী ২৩ মিয়ানমার নাগরিককে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। গতকাল শনিবার সকালে উখিয়া থানা থেকে কক্সবাজার আদালতে আনা হয় আটককৃতদের। পুলিশ তাদের ১০ দিনের রিমান্ড চাইলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফাহমিদা সাত্তারের আদালত তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেয়।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন, বাংলাদেশে অবস্থিত শরণার্থী শিবিরের তালিকাভুক্ত এই রোহিঙ্গারা কী কারণে, কীভাবে মিয়ানমারে গিয়েছিলেন তা জানার চেষ্টা চলছে। তিনি বলেন, মঙ্গলবার ভোর ও রাতে সীমান্ত দিয়ে এই অস্ত্রধারী রোহিঙ্গারা অনুপ্রবেশ করার পর স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজন তাদের আটক করে বিজিবির কাছে সোপর্দ করে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে বিজিবি। পরে শুক্রবার দুপুরে উখিয়া থানায় তাদের হস্তান্তর করা হয়।

স্থানীয়রা বলছেন, পালিয়ে আসা এই ব্যক্তিরা আরাকান রোহিঙ্গা আর্মির (এআরএ) সদস্য। সশস্ত্র এই বিচ্ছিন্নতাবাদী দলটির প্রধান হচ্ছেন নবী হোসেন। বিজিবির তথ্য বলছে, এই নবী হোসেন সীমান্তে মাদক ও অস্ত্র পাচারসহ নানা অপরাধের হোতা, যাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা আছে।

পূর্ববর্তী নিবন্ধএবার বঙ্গবন্ধু টানেলে একসাথে ৫টি কার ও মাইক্রোর দুর্ঘটনা
পরবর্তী নিবন্ধউদ্বেগ-উৎকণ্ঠায় সীমান্তের ৫০২ এসএসসি পরীক্ষার্থী