কাল থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সুপার টুয়েলভ পর্বের প্রথম ম্যাচের বাকি অবশ্য এখনও এক সপ্তাহ। স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সেই ম্যাচের সব টিকেট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আগামী ২২ অক্টোবর গ্যালারি ভর্তি দর্শকদের সামনে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। গত আসরের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েই শিরোপা জিতেছিল তারা। আইসিসি গতকাল শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রথমবার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ লাখের বেশি টিকেট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই ম্যাচের টিকেট ছাড়ার পর নিমিষেই শেষ হয়ে যায়। এমনকি ম্যাচটির জন্য দুই মাস আগে ছাড়া বাড়তি ‘স্ট্যান্ডিং রুম’ টিকেটও ১০ মিনিটের মধ্যে বিক্রি হয়ে যায়। ২৭ অক্টোবর সিডনিতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা এবং ভারত ও প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপ রানার্সআপ ম্যাচ দুটির টিকেটও আগেই শেষ হয়ে গেছে। আগামী রোববার ভিক্টোরিয়ার জিলংয়ে প্রথম রাউন্ডে শ্রীলঙ্কা ও নামিবিয়ার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। এই ম্যাচের কিছু টিকেট এখন বাকি আছে। বেশিরভাগ ম্যাচের টিকেট এখনও পাওয়া যাবে। প্রথম রাউন্ড থেকে সুপার টুয়েলভের ম্যাচগুলোর জন্য ২ থেকে ১৬ বছর বয়সীদের জন্য টিকিটের দাম ধরা হয়েছে ৫ ডলার এবং প্রাপ্তবয়স্কদের জন্য ২০ ডলার থেকে শুরু।