অস্ট্রেলিয়া থেকে হকি দলের খোঁজ রাখছেন সাকিব

| শুক্রবার , ২৮ অক্টোবর, ২০২২ at ৭:০১ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ায় চলছে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। দেশের হয়ে খেলতে বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন দেশের সেরা তারকা সাকিব আল হাসান।

অন্যদিকে আজ থেকে শুরু হচ্ছে দেশের প্রথম ফ্রাঞ্চাইজি ভিত্তিক হকি টুর্নামেন্ট হকি চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে দল রয়েছে সাকিব আল হাসানের প্রতিষ্ঠান মোনার্ক মার্টের। দেশে না থাকলেও নিয়মিতই দলের খোঁজ-খবর নিচ্ছেন সাকিব। এবারের ফ্রাঞ্চাইজি হকি টুর্নামেন্টের প্রধান আকর্ষণ সাকিবের দল মোনার্ক মার্ট পদ্মা।

উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানের মোনার্ক মার্ট পদ্মা। তাদের প্রতিপক্ষ ওয়ালটন ঢাকা। দলের অধিনায়ক ইমরান হাসান জানিয়েছেন নিয়মিতই দলের সঙ্গে যোগাযোগ রাখছেন সাকিব। ইমরান বলেন, ‘সাকিব আল হাসান দেশে না থাকলেও নিয়মিতই আমাদের সঙ্গে যোগাযোগ রাখেছন। ভার্চুয়ালি দলের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। দলের সকলের খোঁজ নিচ্ছেন তিনি। দলের জন্য শুভ কামনা জানিয়েছেন তিনি। আমাদের নিয়মিত সাহস যোগাচ্ছেন।’

পূর্ববর্তী নিবন্ধনেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়ে শীর্ষে ভারত
পরবর্তী নিবন্ধবড় হারের লজ্জার রেকর্ড বাংলাদেশের