অস্ট্রেলিয়ার সিডনি শহরের উপকূলের বিখ্যাত ও জনপ্রিয় সমুদ্র সৈকত বন্ডাই বিচে গুলিবর্ষণের এক ঘটনায় এক বন্দুকধারীসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। পুলিশের বরাতে বিবিসি জানিয়েছে, এই ঘটনায় আরো অন্তত ২৯ জন আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার সময় দুজন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। আরেক বন্দুকধারী আহত অবস্থায় পুলিশ হেফাজতে আছেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বন্ডাই বিচের দৃশ্যাবলীকে মর্মান্তিক ও পীড়াদায়ক বলে বর্ণনা করেছেন। পুলিশ একটি এক্সক্লুশন জোন প্রতিষ্ঠা করেছে এবং সেখানে কোনো ধরনের ঘরে তৈরি বোমা থাকতে পারে আশঙ্কা করে তা পরিষ্কার করার জন্য বিশেষায়িত সরঞ্জাম নিয়ে এসেছে। তবে জোনটি কোথায় তা নিশ্চিত করেনি তারা। সিডনি মর্নিং হেরাল্ডকে ৩০ বছর বয়সী প্রত্যক্ষদর্শী হ্যারি উইলসন বলেছেন, আমি অন্তত ১০ জনকে মাটিতে পড়ে থাকতে দেখেছি আর সব জায়গায় রক্ত ছিল। বন্ডাই সৈকতে এলোপাতাড়ি গুলির ঘটনায় বিশ্বজুড়ে বিভিন্ন দেশের নেতারা গভীর শোক, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। খবর বিডিনিউজের।
এক্সিকিউটিভ কাউন্সিল অফ অস্ট্রেলিয়ান জুউরির সহ–প্রধান নির্বাহী অ্যালেক্স রিভচিন বলেছেন, সৈকতে সূর্যাস্তের সময় শুরু হওয়া ইহুদিদের আলোর উৎসব হানুক্কা উদযাপনের একটি অনুষ্ঠানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এই হামলায় তার গণমাধ্যম উপদেষ্টা আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। সামাজিক মাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, বন্ডাই বিচে অনেকগুলো গুলির শব্দ ও পুলিশের সাইরেন শোনা যাচ্ছে আর লোকজন সৈকতের ওপর দিয়ে বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করছেন। আরেকটি ভিডিওতে দেখা গেছে, উর্দি পরা পুলিশ পায়ে চলা ছোট একটি সেতুর পাটাতনে দুজন পুরুষকে চেপে ধরে আছেন। কর্মকর্তাদের তাদের মধ্যে একজনকে চাঙ্গা করে তোলার চেষ্টা করতে দেখা গেছে। তবে রয়টার্স তাৎক্ষণিভাবে এই ফুটেজের সত্যাসত্য যাচাই করতে পারেনি।
অশুভ ইহুদিবিদ্বেষী তৎপরতা : বন্ডাই সৈকতে এলোপাতাড়ি গুলির ঘটনাকে অশুভ ইহুদিবিদ্বেষী তৎপরতা আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। গুলির ঘটনাটি ঘটে সেই সময় যখন ইহুদিদের হানুক্কা উৎসবের প্রথম দিন উপলক্ষে সৈকতে সহস্রাধিক মানুষ জড়ো হয়েছিল। বন্দুকধারীদের হামলায় সেখানে নিহত হয় অন্তত ১২ জন এবং আহত হয় আরো ৩০ জন।
পুলিশের গুলিতে নিহত হয় এক আততায়ী। আরেক আততায়ীর অবস্থা আশঙ্কাজনক। পুলিশের ধারণা, বহু মাস ধরে পরিকল্পনা করেই এই বিশেষ দিনে হামলার ছক কষেছিল আততায়ীরা।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, যেদিনটি হতে পারত আনন্দের সেই দিনেই অস্ট্রেলীয়দেরকে নিশানা করে সৈকতে এই গুলি চালানো হয়েছে। এই হামলা সন্ত্রাসী, ইহুদিবিদ্বেষী অশুভ তৎপরতা, যা আমাদের জাতির প্রাণকেন্দ্রে আঘাত হেনেছে। এই জঘন্য সহিংসতা এবং ঘৃণার কোনো স্থান এখানে নেই।
নিউ সাউথ ওয়েলসের প্রধানমন্ত্রী ক্রিস মিনস বলেছেন, তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজের সঙ্গে কথা বলেছেন। তিনি তাকে সব ধরনের সমর্থনের আশ্বাস দিয়েছেন। সিডনির জন্য আজ এক ভয়াবহ রাত। সিডনির ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। তিনি জনগণকে একতাবদ্ধ হওয়ার ডাক দেন। গুলির ঘটনার পূর্ণ তদন্ত করা হবে বলে জানান মিনস। অন্যদিকে সিডনির পুলিশ কমিশনার ম্যাল লানইয়োন বলেন, সহস্রাধিক মানুষের জমায়েত লক্ষ্য করে এটি ছিল এক সন্ত্রাসী হামলা।
সৈকতে শিশুদের পার্কের কাছে হানুক্কাহ উৎসব পালন করা হচ্ছিল। সেখানেই চলে গুলি। এই ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। শুরু হয় তল্লাশি। হামলায় তৃতীয় আরেকজন জড়িত থাকার সন্দেহে তাকে খুঁজছে পুলিশ।
ঘটনার কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে। একটিতে দেখা গেছে, সৈকতে গাড়ি পার্কিংয়ের জায়গায় কালো পোশাক পরে ঘুরছে দুই আততায়ী। আরেক ভিডিওতে দেখা যায়, এক আততায়ীর হাত থেকে রাইফেল কেড়ে নিচ্ছেন একজন। তারপরই ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে বন্দুকধারী। তাকে ধাওয়া করে বাকিরা। তবে দ্বিতীয় আরেকজনকে কাছের একটি সেতু থেকে টানা গুলি চালাতে দেখা যায় ভিডিওতে।












