বুয়েটের সাবেক শিক্ষার্থী, অস্ট্রেলিয়ার সিডনি প্রবাসী স্থপতি ইফতেখার আবদুল্লাহ সম্প্রতি রয়েল অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অব আর্কিটেক্টস’র ফেলো মনোনীত হয়েছেন। প্রবাসী বাংলাদেশি স্থপতিদের মধ্যে তিনিই প্রথম এই সম্মাননায় ভূষিত হলেন। গত মঙ্গলবার (২৩ নভেম্বর) তার এই সম্মাননার কথা প্রকাশ করা হয়। স্থাপত্যশৈলী এবং সমাজ উন্নয়নে ব্যতিক্রমী কর্মকাণ্ড ও অবদানের জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়। স্থপতি ইফতেখার আবদুল্লাহ খুলনা নিবাসী ওকালত আলীর পুত্র এবং চট্টগ্রামের সীতাকুণ্ড নিবাসী আন্তর্জাতিক শ্রম সংস্থার এশিয়া প্যাসিফিক রিজিয়নের সাবেক প্রধান আবদুল্লাহ হোসাইন সিদ্দিকীর জামাতা। তার স্ত্রী নাহিদ সিদ্দিকী বর্তমানে সিডনির সাউথ ওয়েস্ট হেলথ সার্ভিসে মনোরোগ চিকিৎসক হিসেবে কর্মরত। প্রেস বিজ্ঞপ্তি।