অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার অপেক্ষা আরও দীর্ঘ হলো আফগানিস্তানের। করোনাভাইরাস পরিস্থিতিতে সূচি জটিলতায় স্থগিত করা হয়েছে দুই দলের একমাত্র টেস্টটি। অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ডের সীমিত ওভারের সিরিজটিও আপাতত হচ্ছে না। এক বিবৃতি দিয়ে গতকাল শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, দুটি সিরিজই ২০২১–২২ মৌসুম পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। প্রাথমিকভাবে আগামী ২১ নভেম্বর পার্থে শুরু হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া–আফগানিস্তানের দিবা–রাত্রির টেস্ট। কিন্তু কোভিড–১৯ রোগের প্রকোপে আগস্টে পিছিয়ে দেওয়া হয় এই ম্যাচ। আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানায়, আগামী ৭ ডিসেম্বর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে রশিদ খানের দল। এবার সেটি লম্বা সময়ের জন্য করা হলো স্থগিত। আগামী জানুয়ারিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরের কথা ছিল কিউইদের। ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তবর্তীকালীন প্রধান নির্বাহী নিক হকলি জানান, ২০২৩ সাল পর্যন্ত চলমান আইসিসির এফটিপির মধ্যেই দুটি সিরিজ আয়োজন করতে আশাবাদী তারা। আফগানিস্তান ও নিউজিল্যান্ড সিরিজ স্থগিত হলেও ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে তারা। আগামী ১৭ ডিসেম্বর চার ম্যাচের টেস্ট সিরিজটি শুরু হওয়ার কথা। তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টির সূচি অবশ্য এখনও চূড়ান্ত হয়নি।