অস্ট্রেলিয়ায় ইয়াং প্রফেশনাল ইঞ্জিনিয়ার অফ দ্য ইয়ার হলেন চট্টগ্রামের আবরার

আজাদী ডেস্ক | শুক্রবার , ১৯ আগস্ট, ২০২২ at ৭:৩৭ পূর্বাহ্ণ

ভিক্টোরিয়া ইন ইঞ্জিনিয়ার্স অস্ট্রেলিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২-এ ইয়াং প্রফেশনাল ইঞ্জিনিয়ার অফ দ্য ইয়ার বিভাগে চূড়ান্ত মনোনীত হয়েছেন চট্টগ্রামের আবরার আজিজ। একজন পেশাদার প্রকৌশলী হিসেবে গত ছয় বছরে উল্লেখযোগ্য কৃতিত্ব প্রদর্শন ও নিজের কমিউনিটিতে অবদানের স্বীকৃতি স্বরূপ পুরস্কারটি দেয়া হয়। ২০১৯ সালে তিনি অস্ট্রেলিয়া ইয়াং ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ার অফ দ্য ইয়ার জাতীয় পুরস্কারের বিজয়ী ছিলেন।
শওকত ওসমানের ছেলে ও চট্টগ্রামের বর্ষীয়ান রাজনীতিক মরহুম এম এ আজিজের নাতি আবরারের জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। ১৮ বছর বয়সে পড়াশোনার জন্য অস্ট্রেলিয়ায় চলে যান। সেখানে তিনি ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করেন এবং ৫ বছরেরও বেশি সময় ধরে মেলবোর্ন এবং সিডনিতে কাজ করছে।
এই অ্যাওয়ার্ডে মনোনীত হয়ে আবরার তার পরিবার, বন্ধুবান্ধব, পরামর্শদাতা এবং সমবয়সীদের ধন্যবাদ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়া সুস্থ আছেন : ফখরুল
পরবর্তী নিবন্ধমূল্যস্ফীতি রেকর্ড হলেও বাংলাদেশে খাদ্য ঘাটতি নেই : বিশ্বব্যাংক