অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ

নারী ওয়ানডে বিশ্বকাপ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৭ অক্টোবর, ২০২৫ at ৯:৪১ পূর্বাহ্ণ

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ নারী ক্রিকেট দল টানা চার ম্যাচে হারল। আগের ম্যাচে দক্ষিন আফ্রিকার বিপক্ষে শেষ পর্যন্ত লড়াই করলেও গতকাল অস্ট্রেলিয়ার কাছে একেবারে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ দল। কোন ধরনের প্রতিদ্বন্দ্বীতাও গড়ে তুলতে পারেনি জ্যোতির দল। ব্যাটেবলে আধিপত্য বজায় রেখে আরো একটি জয় তুলে নিয়ে অস্ট্রেলিয়া। ভারতের বিশাখাপত্তমে অনুষ্ঠিত ম্যাচটিতে অস্ট্রেলিয়া জিতেছে ১০ উইকেটে। দুর্দান্ত ব্যাটিং করেছেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার হিলি এবং লিচফিল্ড। হিলির সেঞ্চুরি আর লিচফিল্ডের হাফ সেঞ্চুরিতে অর্ধেক ওভার বাকি রেখে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। বাংলাদেশ কোর প্রতিদ্বন্দ্বীতাও গড়ে তুলতে পারলনা। বলা যায় এক রকম উড়ে গেছে। গতকালের জয়ের ফলে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সবার উপরে উঠে এসেছে অস্ট্রেলিয়া।

টসে জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩২ রান যোগ করেন রুবাইয়া হায়দার ঝিলিক এবং ফারজানা হক পিংকি। ৮ রান করা ফারজানা ফিরলে ভাঙ্গে এ জুটি। এরপর শারমিন আক্তার সুপ্তাকে নিয়ে ৪১ রানের জুটি গড়েন ঝিলিক। ৫৯ বলে ৪৪ রান করা ঝিলিককে ফিরিয়ে এজুটি ভাঙ্গেন গার্ডনার। । ঝিলিকের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তবে এক প্রান্ত ধরে ছিলেন সোবহানা মোস্তারি। সতীর্থদের আসাযাওয়ার মিছিলের মাঝেও তিনি অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে একাই লড়ে যান। বাজে ফিল্ডিংয়ের সুযোগ কাজে লাগিয়ে লোয়ারঅর্ডারের ব্যাটারদের নিয়ে দলকে টেনে তোলেন তিনি। শেষদিকে ফারিয়া তৃষ্ণাকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন ৩৩ রানের জুটি গড়েন সোবহানা। যেখানে তার একারই অবদান ছিল ২৫ রান। বিশ্বকাপে সোবহানা তুলে নেন দ্বিতীয় হাফ সেঞ্চুরি। ৮০ বলে ৯টি চারের সাহায্যে ৬৬ রানে অপরাজিত থাকেন তিনি। তার এই বীরোচিত ইনিংসের সৌজন্যেই বাংলাদেশ অলআউট হওয়া থেকে বেঁচে যায় এবং ১৯৮ রান সংগ্রহ করে বাংলাদেশ । অধিনায়ক নিগার সোলতানার ব্যাট থেকে আসে ১২ রান। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাশলেই গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, অ্যালেনা কিং ও জর্জিয়া ওয়ারেহাম ২টি করে উইকেট নিয়েছেন।

জবাবে ব্যাট করতে নামা অস্ট্রেরিয়া শুরু থেকেই ঝড় তুলতে থাকেন। দুই ওপেনার হিলি এবং লিচফিল্ড দুর্দান্ত ব্যাট করতে থাকেন। অনেকটা টিটোয়েন্টি স্টাইলেই যেন ব্যাট করতে থাকে দুজন। বাংলাদেশের বোলাররা কোন পরীক্ষায় ফেলতে পারছিলনা দুই অস্ট্রেলিয়ান ওপেনারকে। শেষ পর্যন্ত ২৪.৫ ওভারে জয় নিশ্চিত করে এ দুজন। হিলি ৭৭ বলে ২০ টি চারের সাহায্যে ১১৩ রান করে অপরাজিত থাকেন। অপর ওপেনার লিচফিল্ড৭২ বলে ১২টি চার এবং একটি ছক্কার সাহায্যে ৮৪ রান করে অপরাজিত থাকেন।

পূর্ববর্তী নিবন্ধশারীরিক শিক্ষা কলেজে আন্তঃ হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধওয়ানডে দলে প্রথমবার জায়গা পেলেন মাহিদুল ফিরেছেন সৌম্য আর বাদ পড়েছেন নাঈম শেখ