অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৩৬ পূর্বাহ্ণ

আইসিসি উইমেন’স অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র। আইসিসি তাদের ওয়েবসাইটে গতকাল শুক্রবার টুর্নামেন্টের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে। আগামী ১৪ জানুয়ারি শুরু হবে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর। ফাইনাল দিয়ে ২৯ জানুয়ারি শেষ হবে ৪১ ম্যাচের এই টুর্নামেন্টটি। ১৬ দলের এই প্রতিযোগিতাটি হবে দক্ষিণ আফ্রিকার বেননি ও পচেফস্ট্রুমে। ১৬ জানুয়ারি লঙ্কানদের বিপক্ষে লড়াইয়ের দুই দিন পর যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে তাদের সব ম্যাচই বেননিতে।
ইংল্যান্ড, পাকিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে ‘বি’ গ্রুপে আছে যে কোনো পর্যায়ে প্রথমবারের মতো আইসিসি বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া রুয়ান্ডা। একই স্বাদ পাওয়া ইন্দোনেশিয়া আছে ‘সি’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিক দক্ষিণ আছে আফ্রিকা ‘ডি’ গ্রুপে। আর সেখানে তাদের সঙ্গে আছে ভারত, স্কটল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিন দল জায়গা করে নেবে ‘সুপার সিঙ লিগ’ পর্বে। যেখানে ‘এ’ ও ‘ডি’ গ্রুপের ৬ দল নিয়ে করা হবে সুপার সিঙ গ্রুপ-১ এবং ‘বি’ ও ‘সি’ গ্রুপের ৬ দল নিয়ে হবে সুপার সিঙ গ্রুপ-২। সুপার সিঙে ‘এ’ গ্রুপের দলগুলো নিজেদের সারির দল ছাড়া ‘ডি’ গ্রুপের বাকি দুই দলের বিপক্ষেও খেলবে। যেমন এ১ এর লড়াই হবে ডি২ ও ডি৩ এর সঙ্গে। একইভাবে খেলা হবে সুপার সিঙের গ্রুপ ২-এ। ওই দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে।
প্রথম সেমিফাইনালে সুপার সিঙ গ্রুপ-১ এর শীর্ষ দল খেলবে সুপার সিঙ গ্রুপ-২ এর দ্বিতীয় সেরা দলের বিপক্ষে।

পূর্ববর্তী নিবন্ধসাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল
পরবর্তী নিবন্ধবিশ্বকাপেও বাবর-রিজওয়ান জুটিতে ভরসা পাকিস্তানের