ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ১০ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দের সাথে গতকাল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে এক মতবিনিময় সভায় মিলিত হন। চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ভাইস চ্যান্সেলর প্রফেসর অমিত চাকমা, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ইনভেস্টমেন্ট এন্ড ট্রেড কমিশনার নাশিদ চৌধুরী, ইন্টারন্যাশনাল এডুকেশন ডিরেক্টর রোবি রব, চেম্বার পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), অঞ্জন শেখর দাশ, প্রাক্তন পরিচালক মাহফুজুল হক শাহ, উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ–সভাপতি ডা. মুনাল মাহবুব, অস্ট্রেলিয়ান দূতাবাসের ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট ডিরেক্টর মোস্তাফিজুর রহমান, মেনটরসের ম্যানেজিং পার্টনার মানজুমা মোরশেদ ও বাংলাদেশ–কোরিয়া টেকনিক্যাল সেন্টারের অধ্যক্ষ নুরুজ্জামান। অন্যান্যদের মধ্যে চেম্বার পরিচালক মোঃ ওমর ফারুক, মোঃ ইফতেখার ফয়সাল, এস. এম. তাহসিন জোনায়েদ, মোহাম্মদ আদনানুল ইসলাম ও মোহাম্মদ নাসিরুল আলম (ফাহিম), লুব–রেফ’র পরিচালক মোঃ সালাউদ্দিন ইউসুফ–সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও শীর্ষ স্থানীয় শিক্ষাবিদবৃন্দ উপস্থিত ছিলেন। চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন–সরকার ২০৪১ সালের মধ্যে স্মার্ট ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে অবকাঠামোগত উন্নয়ন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বন্দরনগরী চট্টগ্রামেও বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। কিন্তু আমাদের জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করতে অস্ট্রেলিয়ার মত উন্নত দেশের সহায়তা প্রয়োজন। এক্ষেত্রে বাংলাদেশী শিক্ষার্থীদের বিভিন্ন সেক্টরে বৃত্তির মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।