অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে এক ছোট শহরে গুলির ঘটনায় তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চতুর্থ একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর বিডিনিউজের।
তার অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল। লেক কারগেলিগোতে স্থানীয় সময় আনুমানিক বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে হওয়া এই গুলির খবর পুলিশ তদন্ত করে দেখছে। তারা বাসিন্দাদের ঘটনাস্থল এড়িয়ে চলতে এবং চার দেওয়ালের ভেতরে থাকতে পরামর্শ দিয়েছে। গুলির ঘটনায় জড়িত বন্দুকধারী এখনও পলাতক বলে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, গুলির খবর পাওয়ার পর ইয়েলকিন স্ট্রিটের কাছে ওয়াকার স্ট্রিটে জরুরি সেবাদাতা সংস্থাগুলোকে ডেকে পাঠানো হয়। দুই নারী ও এক পুরুষ নিহত হয়েছে। এটি পারিবারিক সহিংসতা হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে, জানিয়েছে সিডনি মর্নিং হেরাল্ড। কর্তৃপক্ষ বন্দুকধারীর খোঁজ বের করার চেষ্টা করছে, সশস্ত্র বিশেষ পুলিশও মোতায়েন করা হয়েছে, বলেছে তারা। সেভেন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারী স্থানীয় কাউন্সিলের মালিকানাধীন একটি গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালান। লেক কারগেলিগো নিউ সাউথ ওয়েলসের কেন্দ্রে অবস্থিত, এখানে দেড় হাজারের মতো লোক বসবাস করে। গত মাসে সিডনির বন্ডাই সৈকতে এক নির্বিচারে গুলির ঘটনায় ১৫ জন নিহত হয়েছিল।












