নাথান এলিস ও অ্যাডাম জাম্পার দুর্দান্ত বোলিংয়ে ভারতকে ১৬৭ রানে আটকে দিয়েছিল অস্ট্রেলিয়া। আর ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে তাদের জন্য এই রান পার করা দুঃসাধ্য হয়ে উঠল। অক্ষর প্যাটেল ও শিবম দুবে টপ অর্ডার ভাঙলেন, তারপর ওয়াশিংটন সুন্দর জাদুকরী বোলিংয়ে অজিদের ধসিয়ে ৪৮ রানের জয় এনে দিলেন। গতকাল চতুর্থ টি–টোয়েন্টিতে জিতে ভারত ২–১ এ সিরিজে এগিয়ে গেল। ১৬৮ রানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার শুরুটা ছিল বেশ ভালো। নবম ওভারে ১ উইকেটে তারা ৬৭ রান করে শক্ত অবস্থানে ছিল। তবে দুবে, বরুণ চক্রবর্তী ও অক্ষরের স্পিনে ১০৩ রানেই ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ২৪ বলে যখন ৫৪ রান দরকার তাদের, তখন ১৭তম ওভারে বোলিংয়ে আসেন ওয়াশিংটন। চতুর্থ বলে মার্কাস স্টয়নিসকে (১৭) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এই স্পিনার। পরের বলে জাভিয়ের বার্টলেটকে ফিরতি ক্যাচে ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করে ওয়াশিংটন। তার হাতেই পড়েছে অস্ট্রেলিয়ার শেষ উইকেট। ১.২ ওভারে ৩ রানে ৩ উইকেট নেন ওয়াশিংটন। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৮.২ ওভারে ১১৯ রানে অলআউট হয় স্বাগতিকরা। দুই ওপেনার মিচেল মার্শ (৩০) ও ম্যাথু শর্ট (২৫) ছাড়া আর কেউ থিতু হতে পারেননি ক্রিজে। চার ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেন অক্ষর এবং তার আগে ১১ বলে ২১ রানে অপরাজিত ছিলেন। ম্যাচসেরা হয়েছেন তিনি। দুবে ২ ওভারে ২০ রান খরচায় নেন ২ উইকেট। আগে ব্যাটিংয়ে নেমে ভারত তাদের ওপেনিং জুটিতে ভালো শুরু করে। সপ্তম ওভারে ৫৬ রানে বিচ্ছিন্ন হয় অভিষেক শর্মা ও শুবমান গিলের জুটি। গিল চার রানের জন্য ফিফটি পাননি। এছাড়া সর্বোচ্চ ২৮ রান করেন অভিষেক। শেষ দিকে অক্ষরের ক্যামিও ইনিংসে চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত। এলিস ও জাম্পা অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নেন। ৪৫ রান দিয়ে সবচেয়ে খরুচে ছিলেন জাম্পা।












