অস্ট্রেলিয়াকে হারিয়ে তৃতীয় সুইডেন

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২০ আগস্ট, ২০২৩ at ১১:৩৩ পূর্বাহ্ণ

ব্রিসবেনে ল্যাং পার্কে প্রায় ৫০ হাজার দর্শকের সামনে স্বাগতিক অস্ট্রেলিয়ার হৃদয় ভেঙেছে সুইডেন। শনিবার মেয়েদের বিশ্বকাপে যৌথ আয়োজকদের ২০ গোলে হারিয়ে তৃতীয় স্থানে থেকে চতুর্থ ব্রোঞ্জ জিতলো তারা। বিশ্বের তিন নম্বর র‌্যাঙ্কিংধারী সুইডেন ২৮তম মিনিটে পেনাল্টি পায়। ভিএআর রিভিউয়ে অস্ট্রেলিয়ার ক্লেয়ার হান্টের বিরুদ্ধে বক্সের মধ্যে স্টিনা ব্ল্যাকস্টেনিয়াসকে ফাউলের প্রমাণ মেলে। ফ্রাইডলিনা রোল্ফো স্পট কিক থেকে গোলমুখ খোলেন। এক ঘণ্টা পার হতে সুইডেন অধিনায়ক কোসোভারে আসলানি ব্যবধান দ্বিগুণ করেন। কাউন্টার অ্যাটাকে গিয়ে পেনাল্টি এরিয়ার প্রান্ত থেকে চমৎকার স্ট্রাইকে অস্ট্রেলিয়ান গোলকিপার ম্যাকেঞ্জি আর্নল্ডকে পরাস্ত করেন তিনি। আরেকটি পরাজয়ে বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায় হলো অস্ট্রেলিয়ার। তারপরও কিন্তু তারা টুর্নামেন্টে সেরা সাফল্য পেলো। এর আগে কখনও কোয়ার্টার ফাইনাল পার করতে পারেনি তারা।

পূর্ববর্তী নিবন্ধএশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলে বাংলাদেশের শামীম
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে আলোকিত যুব সংঘের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত