অস্ট্রেলিয়া সফরের আগে চট্টগ্রামে এইচপি ও ‘এ’ দলের সিরিজ

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৩ জুলাই, ২০২৫ at ১১:২৭ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি (এনটি) ক্রিকেট আয়োজিত টপ এন্ড টিটোয়েন্টি টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে নিজেদের ঝালিয়ে নিতে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। চট্টগ্রামে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের বিপক্ষে হবে সিরিজটি। খবরটি নিশ্চিত করেছেন এইচপির ম্যানেজার জামাল বাবু। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে ১, ৩ ও ৫ অগাস্ট হওয়ার কথা তিন ম্যাচ। পরে টপ এন্ড টিটোয়েন্টি টুর্নামেন্ট ও একটি চার দিনের ম্যাচ খেলতে ৯ অগাস্ট তারিখে অস্ট্রেলিয়ার ডারউইনের উদ্দেশে উড়াল দেবে ‘এ’ দল। গত ১৭ জুন থেকে চট্টগ্রামে অনুশীলনে ক্যাম্পে ব্যস্ত সময় পার করছেন রকিবুল হাসান, রিপন মন্ডল, জিসান আলমসহ এইচপি কোর ইউনিটে ডাক পাওয়া ২৮ ক্রিকেটার। আগামী মঙ্গলবার ক্যাম্পের দ্বিতীয় ধাপের জন্য রাজশাহীতে যাওয়ার কথা ছিল তাদের। তবে আপাতত সেই পরিকল্পনা বাদ দেওয়া হয়েছে বললেন জামাল বাবু। ‘এইচপির ক্যাম্পটা চট্টগ্রামেই চলমান থাকবে। এখন যেহেতু বৃষ্টির একটা প্রভাব দেখা যাচ্ছে, তাই আমরা রাজশাহীতে যাব না। কারণ সেখানে পানি নিষ্কাশন ব্যবস্থা তেমন উন্নত নয়। চট্টগ্রামে আবার খুব ভালো। তাই বৃষ্টি হলেও বেশি সমস্যা হবে না। তাই এখন চট্টগ্রামে থেকে অস্ট্রেলিয়া সফরের ‘এ’ দলের বিপক্ষে আমরা তিনটি ম্যাচ খেলব।

এইচপির পাশাপাশি ‘এ’ দলের জন্যও ম্যাচগুলো অনেক কাজে দেবে আশা করি।’ ‘এ’ দলের বিপক্ষে সিরিজ শেষ করেও চট্টগ্রামেই থাকবে এইচপি ইউনিট। আগামী ১২ অগাস্ট পর্যন্ত চলবে এই ধাপের ক্যাম্প। এরপর কয়েক দিন বিশ্রাম দিয়ে আবার সেপ্টেম্বরের শুরুতে দিন দশেকের ক্যাম্পে ডাকা হবে ক্রিকেটারদের। মিরপুর শেরই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার অনুশীলন শুরু করেন অস্ট্রেলিয়া সফরের সম্ভাব্য ক্রিকেটাররা। সকালে রানিং সেশন করেন আকবর আলি, আফিফ হোসেন, হাসান মাহমুদ, রেজাউর রহমান রাজারা। দুপুরের পর ব্যাটিংবোলিংয়ে ঘাম ঝরান তারা। গত বছর টপ এন্ড টিটোয়েন্টি সিরিজে খেলেছিল বাংলাদেশের এইচপি দল। এবার পাকিস্তানের মতো বাংলাদেশও পাঠাবে ‘এ’ দল। ডারউইনে ১১ দলের টুর্নামেন্ট শুরু আগামী ১৪ অগাস্ট। বাংলাদেশ ও পাকিস্তানের পাশাপাশি অতিথি দল হিসেবে এতে অংশ নেবে নেপাল। বাকি দলগুলো সব অস্ট্রেলিয়ার বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্ট থেকে আসবে।

উদ্বোধনী ম্যাচে লড়বে বাংলাদেশ ‘এ’ দল ও পাকিস্তান শাহিনস (‘এ’ দল)। লিগ পর্বে মোট ৬টি করে ম্যাচ খেলবে প্রত্যেক দল।

পয়েন্ট টেবিলের সেরা চার দল নিয়ে হবে সেমিফাইনাল। আগামী ২৪ অগাস্ট পর্দা নামবে টুর্নামেন্টের। এরপর অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডের সবশেষ আসরের চ্যাম্পিয়ন সাউথ অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন দলের বিপক্ষে একটি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল।

পূর্ববর্তী নিবন্ধ৫৭ মিনিটেই আনিসিমোভাকে হারিয়ে দিয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন শিয়াটেক
পরবর্তী নিবন্ধফাইনালে আগ্রাসী পিএসজিকে থামাতে চায় চেলসি