অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২১ জানুয়ারি, ২০২৫ at ৬:৫৮ পূর্বাহ্ণ

নেপালের বিপক্ষে জয় দিয়ে অনূর্ধ্ব১৯ নারী টিটোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ম্যাচে এসে পড়তে হলো পরাক্রমশালী অস্ট্রেলিয়ার সামনে। অস্ট্রেলিয়ার সাথে আর পেরে উঠেনি টাইগার নারীরা। ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছে সুমাইয়াজান্নাতুলদের। ব্যাটিং ব্যর্থতার দিনে বাংলাদেশের বোলাররা দারুণ লড়াই করেছে। আর সে কারনেই ছোট পুঁজি নিয়েও লড়াই চলল তুমুল। জমে উঠল ম্যাচ। জয়ের সম্ভাবনাও তৈরি হলো এক পর্যায়ে। শেষ পর্যন্ত অবশ্য পারল না বাংলাদেশ। শেষের উত্তেজনায় কোনোরকমে জিতে গেল অস্ট্রেলিয়া। নারী অনূর্ধ্ব১৯ টিটোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ২ উইকেটে হেরেছে বাংলাদেশ। মালেয়েশিয়ায় গতকাল সোমবার অণুষ্ঠিত ম্যাচে ২০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করেছিল ৯১ রান। অস্ট্রেলিয়া আট উইকেট হারিয়ে ম্যাচ জেতে চার বল বাকি থাকতে। অস্ট্রেলিয়ার এটি টানা দ্বিতীয় জয়। বাংলাদেশ প্রথম ম্যাচে জিতেছিল নেপালের সঙ্গে। টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ তৃতীয় ওভার থেকে উইকেট হারিয়েছে নিয়মিত গতিতে। দুই অঙ্ক স্পর্শ করতে পারেন কেবল দুজন ব্যাটার। ওপেনিংয়ে ১৩ বলে ১৩ রান করেন সুমাইয়া আক্তার সুবর্ণা। পরের পাঁচ ব্যাটারের কেউ ১০ ছুঁতে পারেননি। ৪৭ রানে ৫ উইকেট হারানো দলকে এগিয়ে নেন আফিয়া আশিমা। সতীর্থদের আসাযাওয়ার মিছিলের মধ্যে এক প্রান্ত আগলে কিছু রান বাড়ান তিনি। ইনিংসের শেষ বলে রান আউট হওয়ার আগে দুইটি চার ও একটি ছক্কার সাহায্যে ২৯ রান করেন তিনি ৩৪ বলে। অস্ট্রেলিয়ার পক্ষে ২টি করে উইকেট নিয়েছে ব্রে, লারোসা এবং উইলিয়ামসন।

৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া একটা সময় পর্যন্ত বেশ মসৃণ গতিতেই এগোচ্ছিল। দুই চার ও এক ছক্কায় ১৪ রান করে আউট হন ইনেস ম্যাককিওন। আরেক ওপেনার কেট পেলে ও তিনে নামা লুসি হ্যামিল্টন এগিয়ে যাচ্ছিলেন নিরাপদেই। এই জুটিতে পঞ্চাশ স্পর্শ করে দল। তবে এই জুটিভাঙার পর অস্ট্রেলিয়ানদের চেপে ধরে বাংলাদেশের বোলাররা। একের পর এক ব্যাটার আউট হন দ্রুত। ভালো খেলতে থাকা লুসি হ্যামিল্টন যখন ৩০ রানে এলবিডব্লিউ হন জান্নাতুল মাওয়ার বলে। অস্ট্রেলিয়ার রান তখন ৬ উইকেটে ৬৭। পরে আরও দুটি উইকেট আদায় করে নেয় বাংলাদেশ। তবে সাতে নামা এলা ব্রিস্কো ২২ বলে অপরাজিত ১১ রান করে দলকে জিতিয়ে ফেরেন। বাংলাদেশের পক্ষে ১৫ রানে ৩ টি উইকেট নিযেছেন জান্নাতুল। ম্যাচ সেরা হয়েছে অস্ট্রেলিয়ার লুসি হ্যামিল্টন । গ্রুপের শেষ ম্যাচে আগামীকাল বুধবার স্কটল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধটাইগার নারীদের উড়িয়ে দিয়ে শুরু ক্যারিবীয় নারীদের
পরবর্তী নিবন্ধদ্বিতীয় জয় পেল ঢাকা ক্যাপিটালস