অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে বন্যা উদ্ধার ১৫২

| রবিবার , ৭ এপ্রিল, ২০২৪ at ১০:৫৬ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্য নিউ সাউথ ওয়েলসে প্রবল বৃষ্টিপাতের পর বন্যা দেখা দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার কবল থেকে ১৫২ জনকে উদ্ধার করা হয়েছে। বন্যাকবলিত এলাকাগুলোর বাসিন্দাদের উঁচু স্থানে সরে যাওয়ার জন্য সতর্কতা জারি করা হয়েছে। শনিবার কর্তৃপক্ষ জানিয়েছে, নিউ সাউথ ওয়েলসের রাজধানী অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনি থেকে ৭২ জন বন্যাকবলিতকে উদ্ধার করা হয়েছে। সিডনির বেশ কয়েকটি নিচু এলাকায় বন্যার পানির কারণে বিপজ্জনক পরিস্থিতির সৃ্‌ষি্ট হয়েছে। খবর বিডিনিউজের। নিউ সাউথ ওয়েলস রাজ্যের জরুরি পরিষেবা জানিয়েছে, রাজ্যজুড়ে প্রায় ১৫টি অপসারণ আদেশ জারি করা হয়েছে। টেলিভিশনে সমপ্রচারিত এক গণমাধ্যম সম্মেলনে রাজ্যটির মুখ্যমন্ত্রী ক্রিস মিন্স বলেছেন, কিছু নদীতে বন্যার পানির স্তর অনবরত বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে সিডনির পশ্চিমাংশের নদীগুলোতে।

পূর্ববর্তী নিবন্ধক্ষমতায় গেলে বিজেপি আমলের দুর্নীতির তদন্ত করবে কংগ্রেস
পরবর্তী নিবন্ধইসরায়েল সরকারকে যুদ্ধ থামিয়ে তাদের উদ্ধারের অনুরোধ জানানো জিম্মি নিহত