অস্ট্রেলিয়ায় মাহফুজ তাণ্ডবে সেমিতে বাংলাদেশ এইচপি

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৮ আগস্ট, ২০২৪ at ৯:৩০ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ায় টপ এন্ড টিটোয়েন্টি সিরিজের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ এইচপি দল। সিরিজে টিকে থাকার লড়াইয়ে গতকাল পার্থ স্কর্চার্সকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ এইচপি। জয়ের জন্য এইচপি দলের ৩ ওভারে প্রয়োজন ৩৬ রান। কিটন ক্রিচেলের প্রথম বলে চার মারলেন মাহফুজুর রহমান। পরের দুই বল তিনি ওড়ালেন ছক্কায়। তুলনামূলক সহজ হলো সমীকরণ। পরে শামীম হোসেনের বিদায়ে কিছুটা শঙ্কা জাগলেও বাংলাদেশ এইচপি দলকে সেমিফাইনালে তুলেই মাঠ ছাড়েন মাহফুজুর। প্রাথমিক পর্বে নিজেদের ম্যাচে ডারউইনের টিআইও স্টেডিয়ামে শনিবার ১৩০ রানের লক্ষ্য ৩ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে আকবর আলি নেতৃত্বাধীন এইচপি দল। প্রথম পর্বের ছয় ম্যাচে বাংলাদেশের তৃতীয় জয় এটি। ৯ দলের টুর্নামেন্টে তিন নম্বরে থেকে সেরা চারের টিকেট নিশ্চিত হয়েছে তাদের। ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস (‘এ’ দল)। টপঅর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় তুলনামূলক ছোট রানের ম্যাচেও পরাজয়ের শঙ্কায় পড়ে গিয়েছিল বাংলাদেশ। শেষ দিকে একা হাতে দলকে জিতিয়েছেন মাহফুজুর। বাঁহাতি স্পিনে ৪ ওভারে ২৬ রান দেওয়ার পর মাত্র ১৩ বলে তিনি করেন ৩২ রান। রান তাড়ায় শুরুতেই ম্যাথু কেলির তোপে পড়ে বাংলাদেশ। কেলির শর্ট বলে দ্বিতীয় ওভারে তানজিদ হাসান ও চতুর্থ ওভারে ফেরেন পারভেজ হোসেন। তানজিদ করেন ১ রান। পারভেজ ৯ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। প্রথম পর্বের ছয় ম্যাচে তানজিদের সংগ্রহ মাত্র ৮৩ রান। প্রথম দুই ম্যাচে ত্রিশোর্ধ্ব ইনিংস খেলা পারভেজ পরের চার ম্যাচে আর ত্রিশ ছুঁতে পারেননি। এই চার ম্যাচে তিনি করেন ৫৮ রান। ব্যর্থতার বৃত্তে থাকা আফিফ হোসেনের জায়গায় সুযোগ পাওয়া আরিফুল ইসলামও রানের দেখা পাননি। দলের চাপ বাড়িয়ে পাওয়ার প্লের শেষ ওভারে ফেরেন আরিফুল। ৬ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১৫ রান। বিপর্যয় আর বাড়তে দেননি জিসান আলম ও আকবর আলি। প্রতিরোধ গড়ে চতুর্থ উইকেটে তারা গড়ে তোলেন ৩২ বলে ৩৯ রানের জুটি। একাদশ ওভারে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফেরেন ২৬ বলে ২৬ রান করা জিসান। দুই ওভার পর আকবরও ফিরলে বিপদ আরও বাড়ে। ১ চার ও ৩ ছক্কায় ৩২ বলে ৩৫ রানের ইনিংস খেলেন অধিনায়ক। মাহফুজুরের আগে নেমে বেশি কিছু করতে পারেননি আবু হায়দার। পরে দায়িত্ব নেন আট নম্বরে নামা মাহফুজুর। আগের দিন চল্লিশছোঁয়া ইনিংস খেলা তরুণ অলরাউন্ডার এদিন ক্রিচেলের বলে লং অন দিয়ে মারেন প্রথম ছক্কা। পরের বলে স্কয়ার কাট মারেন আরেকটি। শামীমের সঙ্গে মাহফুজুরের কার্যকরী জুটিতে মাত্র ১৫ বলে আসে ৩১ রান। শেষ ওভারে বাকি থাকা ৮ রানের মধ্যে প্রথম বলেই বাউন্ডারি মারেন মাহফুজুর। পরের দুই বলে শেষ হয়ে যায় ম্যাচ। পার্থ হয়ে দুর্দান্ত বোলিং করা কেলি ৪ ওভারে মাত্র ৮ রান খরচায় নেন ৩ উইকেট। এছাড়া ২২ রানে ২ শিকার ধরেন ঝাই রিচার্ডসন।

টস হেরে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারে কোরি ওয়াসলির উইকেট হারায় পার্থ। দ্বিতীয় উইকেট জুটিতে ৬৯ রান যোগ করেন টিগ ওয়ালি ও ব্যাক্সটার হল্ট। ১২তম ওভারে ২৬ বলে ৩৪ রান করা হল্টকে স্টাম্পড করেন রকিবুল হাসান। এরপর একপ্রান্ত ধরে রেখে খেলতে থাকেন ওয়ালি। ইনিংসের শেষ ওভারে ফেরার আগে ৫৬ বলে ৪ চারে তিনি করেন ৫৬ রান। এছাড়া ক্রিচেলের ব্যাট থেকে আসে ১৭ রান। ম্যাচের সর্বোচ্চ ইনিংস খেলা ওয়ালিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার। অস্ট্রেলিয়া সফরে দারুণ ছন্দে থাকা রিপন মন্ডল ৪ ওভারে মাত্র ১৯ রানে নেন ২ উইকেট। বাঁহাতি স্পিনার রকিবুলও ধরেন ২ শিকার। একই মাঠে রোববার বাংলাদেশ সময় ভোর ৬টা ৩০ মিনিটে সেমিফাইনাল ম্যাচে লড়বে বাংলাদেশ এইচপি।

পূর্ববর্তী নিবন্ধআঙ্গুলে চোট পেলেও প্রথম টেস্ট খেলতে আশাবাদী মুশফিক
পরবর্তী নিবন্ধপ্রভাসের বিপরীতে থাকছেন না ম্রুণাল