অস্ট্রেলিয়ায় পার্লামেন্ট হাউসের ছাদে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ

| শনিবার , ৬ জুলাই, ২০২৪ at ৪:৪৪ পূর্বাহ্ণ

ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা অস্ট্রেলিয়ার ক্যানবেরায় পার্লামেন্ট হাউসের ছাদে উঠে বিক্ষোভ দেখিয়েছেন। বেশ কয়েকটি ব্যানার নিয়ে তারা ছাদে ওঠেন। তাদের একজনের মুখে শোনা যায়, নদী থেকে সমুদ্র, ফিলিস্তিন হবে মুক্ত। খবর বাংলানিউজের।

সমপ্রতি ফিলিস্তিন প্রশ্নে অস্ট্রেলিয়ার এক সিনেটরকে বহিষ্কার করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। তিনি ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ভোট দিয়েছিলেন। ওই ঘটনার জেরে গত বৃহস্পতিবার বিক্ষোভ হয়। রেনেগেইদ অধিকার আন্দোলনের চার বিক্ষোভকারী কালো কাপড় পরে ভবনের ছাদে প্রায় এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে ছিলেন। তাদের হাতে ছিল বিশাল বিশাল সাদাকালো ব্যানার। একটিতে লেখা ছিল, চুরি হয়ে যাওয়া জমিতে কোনো শান্তি নেই। এক বিক্ষোভকারী মেগাফোনে উচ্চ শব্দে ভাষণ দিচ্ছিলেন। যুক্তরাষ্ট্রের সমর্থনে গাজায় যুদ্ধাপরাধের জন্য ইসরায়েল সরকারকে দায়ী করেন। অস্ট্রেলীয় সরকারেরও সমালোচনা করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিমবঙ্গের ৪৭ প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘তুফান’
পরবর্তী নিবন্ধইউক্রেনের ৫০টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া