আলোচনায় শেষ মুহূর্তে এগিয়ে আসা ‘আনোরা’ চলচ্চিত্রের ঝড় উঠল অস্কার মঞ্চে, প্রেম, নারীর সামাজিক অবস্থান এবং সাংস্কৃতিক সংঘাতের প্রতিচ্ছবির সিনেমা ‘আনোরা’ জিতে নিয়েছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৭তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার। আলোচনায় থাকা ‘এমিলিয়া পেরেজ’, ‘দ্য ব্রুটালিস্ট’, ‘উইকেড’, ‘দ্য সাবস্ট্যান্স’কে পেছনে ফেলে সেরা সিনেমা, সেরা নির্মাতা, সেরা অভিনেত্রী, মৌলিক চিত্রনাট্য এবং সেরা সম্পাদনাসহ মোট পাঁচটি অস্কার জিতে নিয়েছে ‘আনোরা’, মনোনয়নে ছয় শাখায় নাম ছিল পরিচালক শন বেকারের সিনেমাটি। খবর বিডিনিউজের। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে রোববার সন্ধ্যায় অস্কারের জমকালো আসরে পুরস্কার ঘোষণা করা হয়। ‘আনোরা’ সিনেমা পরিচালনার জন্য নির্মাতা শন বেকার পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার, সেরা অভিনেত্রী হয়েছেন ‘আনোরায়’ অভিনয় করা মাত্র ২৫ বছর বয়সী মাইকি ম্যাডিসন। ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যড্রিয়েন ব্রডি। এছাড়া পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন কিইরিন কালকেইন এবং পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী হয়েছেন জোয়ি সালদানা। সোনালী ট্রফি হাতে নিয়ে ‘আনোরা’ নির্মাতা শন বেকার স্বীকৃতি প্রাপ্তিতে অ্যাকাডেমিকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, স্বাধীন চলচ্চিত্র দীর্ঘজীবী হোক। ‘আনোরার’ অভিনেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বেকার বলেন, তারা আমাকে সমৃদ্ধ করেছেন। চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার পাওয়ার আনন্দ যৌনকর্মীদের সঙ্গে ভাগ করে নিতে চান জানিয়ে বেকার বলেন বলেন, আমি যৌনকর্মী সমপ্রদায়কে ধন্যবাদ জানাতে চাই, তারা তাদের গল্প এবং জীবনের অভিজ্ঞতা আমার সাথে ভাগ করে নিয়েছেন। আমার গভীর শ্রদ্ধা রইল তাদের প্রতি।‘আনোরা’ সিনেমায় কুখ্যাত রাশিয়ান গ্যাংস্টারের ছেলে এক যৌনকর্মীর প্রেমে পড়ে। দুজন বিয়ে করে, কিন্তু সেই গ্যাংস্টার বিয়ে মেনে নেয় না। এমন গল্প নিয়ে শন বেকারের সিনেমা ‘আনোরা’। গত বছর কান উৎসবে স্বর্ণপাম জেতা সিনেমাটি আদতে নিম্নবিত্ত মানুষের জীবনের বাস্তবতা আর তাদের স্বপ্নের টানাপোড়েনের গল্প। তবে সব সমালোচনায় ও সংশয়ে সিলমোহর দিয়ে ‘আনোরাই’ কেবল জেতেনি, জিতে গেলেন বেকার ও তরুণ অভিনেত্রী ম্যাডিসনও। এক হাতে পুরস্কার এবং অন্য হাতে ছোট্ট একটি কাগজের টুকরো হাতে নিয়ে মঞ্চে মাইক্রোফোনের সামনে যখন হাজির হন ম্যাডিসন, তখন তা চোখে অশ্রু, ধরে এসেছিল গলা। এটি পরাবাস্তব, যা ঘটছে তা পরাবাস্তব। এরপর কাগজের টুকরোয় লেখা নাম পড়তে থাকেন, যারা সবাই ‘আনোরার’ সঙ্গে সংশ্লিষ্ট। তাদেরকে ধন্যবাদ জানিয়ে অ্যাকাডেমির প্রতি কৃতজ্ঞতা রেখে ম্যাডিসন বলেন, যৌন সমপ্রদায়ের প্রতি স্বীকৃতি ও সম্মান চেয়েছিলাম। ব্র্যাডি করবেট পরিচালিত দ্য ব্রুটালিস্ট, শরণার্থীর জীবনের সংগ্রাম, তাদের স্বপ্ন, লড়াই ও নৈতিকতার টানাপোড়েনের গল্পে এগিয়ে গেছে। সিনেমায় হাঙ্গেরির গণহত্যা থেকে বেঁচে যাওয়া এক তরুণ স্থপতি মূল চরিত্র তার নাম লাভি। লাভির চরিত্রটি করেছেন অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জেতা অ্যড্রিয়েন ব্রডি। এই নিয়ে দ্বিতীয়বার অস্কার জিতলেন ব্রডি।