সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে গত শুক্রবার নগরের শপিং কমপেক্স প্রাঙ্গণে একজন অসচ্ছল অসুস্থ রোগীর চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়। প্রয়াস সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর মোরশেদ আলম। সংগঠনের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জনির পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন লায়ন্স জেলার সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন এস কে নন্দী, জান্নাত ফাউন্ডেশনের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস, জাফর ইকবাল, নূর মোহাম্মদ রানা, আবদুস সাত্তার এবং সুভাষ সরকার।
উপস্থিত ছিলেন কিবরিয়া হোসাইন বাপ্পী, মো. শাহজাহান, মো. ইসমাইল, ইঞ্জিনিয়ার সাহাব উদ্দীন, আবদুল মাবুদ সুমন, সুলতান মাহমুদ রাজীব, হিমেল মন্ডল, দিদারুল আলম চৌধুরী, মাহির আসেফ বাবু, সলিম উল্লাহ মজুমদার, মাঈশা হক, জামাল হোসেন জনি, আবু শাহাদাত মো. সায়েম, মো. হাবিবুর রহমান, আমিনুল ইসলাম মামুন, কাজী শাহ পরান হাসনু, খোরশেদ আলম, সাইফুল ইসলাম শাহীন, রুকুনূর জামান তাসিন, সোলাইমান ইসলাম তুহিন এবং অপু কুমার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।