সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে গত ২৬ আগস্ট নগরের প্রবর্তক স্কুল এন্ড কলেজের সামনে সমাজের একজন সুবিধা বঞ্চিত অসুস্থ রোগীর উন্নত চিকিৎসার জন্য এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রয়াস সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা লায়ন সন্তোষ কুমার নন্দী।
সংগঠনের সাধারন সম্পাদক জাহেদুল ইসলাম জনির পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন প্রয়াস উপদেষ্টা আনজুমান আরা বেগম, লায়ন প্রবীর দত্ত সাজু, মহসীন উল কাদের, ডা. মো. রেজাউল ইসলাম, প্রকৌশলী সুভাষ সরকার, আমিনুল ইসলাম মামুন, মো. শাহজাহান, ইঞ্জিনিয়ার মো. সাহাব উদ্দীন, আব্দুল মাবুদ সুমন, সুলতান মাহমুদ রাজীব, হিমেল মন্ডল, দিদারুল আলম চৌধুরী, নুসরাত জাহান, জামাল হোসেন জনি, খোরশেদ আলম, মো. রুকুনূর জামান তাসিন, মিনহাজুল হক মিনার, কাজী মো. শাহ পরান হাসনু, মো. জুলফিকার আলী রাশু, অপু কুমার, মনিরুল হাসান রাজুন, হাসান ইহলান চৌধুরী, মোসলেম উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।











