অসুস্থ বাবার সামনে তরুণকে মুখে জুতা মারতে বাধ্য করলেন ছাত্রলীগ নেতা

| রবিবার , ১২ ডিসেম্বর, ২০২১ at ৭:১৩ পূর্বাহ্ণ

ঝিনাইদহের মহেশপুরে অসুস্থ বাবার সামনে এক তরুণকে নিজের মুখে জুতার বাড়ি দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. আরিফুজ্জামান বিপাশের পা ধরেও ক্ষমা চাইতে হয়েছে ওই তরুণকে। এ দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন হাসপাতালে চিকিৎসাধীন বাবা গিয়াস উদ্দিন সরকার। গত বুধবার মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানে ভর্তি হয়েছিলেন গিয়াস উদ্দিন (৬২)। সেই দৃশ্যের স্মৃতি নিয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়। খবর বাংলানিউজের।
ভুক্তভোগী ওই তরুণের নাম এসএম সরকার ওরফে হোসাইন সরকার। তিনিও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের বাড়ি মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামে। মুখে জুতা মারার ঘটনার পর দুঃখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে হোসাইন লিখেছিলেন, ‘মানুষ কখন আত্মহত্যা করে?’ বাবার মৃত্যুর পর তিনি কথা বলার ভাষাও হারিয়ে ফেলেছেন। শুধু বলছেন, ‘ওরা আমাকে জুতা মারতে বাধ্য করার কারণে অসুস্থ বাবা খুব কষ্ট পেয়েছেন, যে কারণে তাকে বাঁচানো গেল না।’

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম- রাঙামাটি সড়ক থেকে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা
পরবর্তী নিবন্ধচন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল ডে উদ্‌যাপন