অসুস্থ, তাই চিরকুট লিখে আত্মহত্যা

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ জুলাই, ২০২৩ at ৮:৪৫ পূর্বাহ্ণ

পুলিশ ভাই, আমি অসুস্থতা সহ্য করতে পারছি না। তাই নিজেই চলে গেলাম। আমার ফ্যামেলির ওপর যেন কোনো সমস্যা না হয় তার জন্যে বিনীত অনুরোধ করছি.. আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। এমন চিরকুট লিখে আবদুল হাকিম ফরহাদ জিকু (২২) নামে এক অসুস্থ যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে উপজেলার পৌরসদরের দক্ষিণ মহাদেবপুর ৬নং ওয়ার্ডের হাসান গোমস্তা এলাকার মকবুল ড্রাইভারের বাড়িতে এ ঘটনা ঘটে। জিকু ওই এলাকার মৃত ইসমাইল সওদাগরের পুত্র। সে সীতাকুণ্ড ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালে প্রেরণ করে।

নিহতের বড় ভাই মো. টিপু জানান, সে জটিল রোগে আক্রান্ত ছিলো। অনেক চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলাম। যার কারণে মানসিকভাবে ভেঙ্গে পড়ে। তবে সে আত্মহত্যা করতে পারে এমন কল্পনাই ছিল না।

পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর দিদারুল আলম এ্যাপোলো জানান, জিকু দীর্ঘদিন ধরে কঠিন রোগে ভুগছিল। পরিবার থেকে চিকিৎসার কোন কমতি ছিলো না। বেশ কিছুদিন আগে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। শরীরে অসহ্য জ্বালা যন্ত্রণায় ভোগতো। পরিবারের অজান্তে এই অবস্থায় স্বেচ্ছায় সে রুমের ভিতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পাশাপাশি কাউকে দোষ না দিতে সে একটি চিরকুট নিজ হাতে লিখে দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধএয়াছিনশাহ কলেজে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময়