অসীম প্রেরণার মতো উদ্দীপনা জোগায় নজরুলের সৃষ্টিশীলতা

উচ্চারকের ‘ভাদরে নজরুল’ অনুষ্ঠানে বক্তারা

| বুধবার , ১১ সেপ্টেম্বর, ২০২৪ at ৯:০০ পূর্বাহ্ণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম প্রয়াণ দিবস উপলক্ষে উচ্চারক আবৃত্তি কুঞ্জের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ভাদরে নজরুল’। আবৃত্তি, নৃত্য, গান ও কথামালায় গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সাংবাদিক ফারুক তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি আলোচক ছিলেন কবি ও সাংবাদিক ওমর কায়সার, . মাছুম আহমেদ, নজরুল গবেষক বাবলা চৌধুরী। স্বাগত বক্তব্য প্রদান করেন সংস্কৃতিকর্মী সজল চৌধুরী।

কবি ও সাংবাদিক ওমর কায়সার বলেন, ক্রান্তিকাল কিংবা উত্তাল বিপরীত সময়ে সবসময় সাহস হয়ে নজরুল আমাদের সাথে থাকেন। আলোর দিশারি হয়ে পথ দেখান একজন সাহসী মানুষ হয়ে। অসীম প্রেরণার মতো তার সৃষ্টিশীলতা উদ্দীপনা জোগায়। সুন্দর মানুষ হয়ে ওঠার জন্য নজরুলকে চর্চা করতেই হবে।

অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেন শিল্পী মো. মোস্তফা কামাল, মন্দিরা চৌধুরী ও তুলতুল চৌধুরী। তবলায় সঙ্গত ছিলেন তপন চক্রবর্তী। তন্বী বড়ুয়ার নির্দেশনায় ‘জাগো নারী জাগো’ পরিবেশন করেন নৃত্যশিল্পী মম, রেশমী আরোহী, অর্নি, কৌশিকী, ইরা, রাজনন্দিনী, অংগারিকা।

একক আবৃত্তি পরিবেশন করেন মো. মুজাহিদুল ইসলাম, বনকুসুম বড়ুয়া, মাইনুল আজম চৌধুরী, উমেসিং মারমা, উম্মে সালমা নিঝুম, দীপিতা দেব তমা, .এস.এম. এরফান, এ্যানি চৌধুরী, পুস্পিতা দাশ, রোকসানা আফরিন সিলভিয়া, নুসরাত জাহান নোভা, পাপড়ি দে, তাফসিরুল ইসলাম, সাইয়ারা সালসাবিল, সায়রা নাওয়ার চৌধুরী, জারিন সুবাহ, ওয়াকেয়া তাবাসসুম আহমেদ, জাহানারা সানজিদ, টুপুর দাশ। ফারুক তাহের নির্দেশনায় বৃন্দ আবৃত্তি ‘প্রলয়শিখা’ পরিবেশন করেন উচ্চারক আবৃত্তি কুঞ্জের সদস্যরা। শামীমা ইয়াছমিনের নির্দেশনায় বৃন্দ আবৃত্তি ‘হিন্দুমুসলমান’ পরিবেশন করেন উচ্চারক শিশু কুঞ্জের শিশুশিল্পীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুরি, ছিনতাই বন্ধের দাবিতে পটিয়ায় মানববন্ধন
পরবর্তী নিবন্ধসিআইইউর উপাচার্যের হাতে বৃত্তি হস্তান্তরের চেক দিল বিআইসিডিএ