অসাম্প্রদায়িক সমাজ গঠনে লেখকদের ভূমিকা অপরিসীম

‘অনুরণন’ গ্রন্থের প্রকাশনা উৎসবে বক্তারা

| মঙ্গলবার , ৯ নভেম্বর, ২০২১ at ৭:০৭ পূর্বাহ্ণ

রাদিয়া প্রকাশন আয়োজিত এডভোকেট শম্ভুনাথ নন্দীর ‘অনুরণন’গ্রন্থের প্রকাশনা উৎসবে বক্তারা বলেছেন, সাহিত্য শক্তিশালী মাধ্যম। কারণ এটি সম্ভাবনাকে বাস্তবে রূপদানে সক্ষম। সাহিত্য এমন একটি রস যে রসে ডুবে থাকলে শরীরের সকল শিরা উপশিরা এমনকি ধমনীতেও সে রস নিমিষে পৌঁছে যায়। নিমিষেই ব্যক্তির মধ্যে প্রাণের ছোঁয়া লাগে। তাঁরা বলেন,অসাম্প্রদায়িক সমাজ গঠনে তাঁদের ভূমিকা অপরিসীম।
সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্তের সভাপতিত্বে গত শুক্রবার চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে আয়োজিত উৎসবে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ। আলোচনায় অংশ নেন উদয় শংকর ধর, অধ্যক্ষ আনন্দ মোহন রক্ষিত ও অধ্যাপক বিচিত্রা সেন। স্বাগত বক্তব্য দেন অধ্যাপক গোফরান উদ্দীন টিটু।
বক্তব্য রাখেন লায়ন সন্তোষ কুমার নন্দী, এডভোকেট আখতারুল ইসলাম চৌধুরী, এডভোকেট চন্দন দাশ, এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, অধ্যাপক কৃষ্ণা দাশ, ডা. দেবাশিষ পাটোয়ারি, এডভোকেট শৈবাল সেন, কবি আবু মুসা চৌধুরী, তসলিম খাঁ, মো. আসিফ ইকবাল, দীপক আইচ, যতীন্দ্র মোহন চৌধুরী, রাসু বড়ুয়া, চিন্ময় মিত্র, সোমা মুৎসুদ্দী, এডভোকেট অমল কুমার দত্ত, কাশেম আলী রানা, অনুপম সরকার, প্রদীপ কুমার চৌধুরী, সন্তোষ দস্তিদার, রক্তিম চন্দ্রনাথ, সাগর দে, প্রিয়ন্তী পাটোয়ারী, দেবদ্যুতি পাটোয়ারী, শিউলি নন্দী, এড. অনিল কান্তি বসাক, এডভোকেট মোহাম্মদ ইদরিস, সুবীর তালুকদার, সুস্বপন কৃষ্ণ বিশ্বাস, সালাম সৌরভ, সাইফুল্লাহ কায়সার, মানস সরকার, এডভোকেট অজয় বোস রিংকু, চম্পা চৌধুরী, অধ্যাপক দিলীপ কান্তি দাশ, নাইমুল আবেদিন, এডভোকেট স্বপন কান্তি শীল, এডভোকেট শিশির ভট্টাচার্য প্রমুখ। বক্তারা বলেন, এডভোকেট শম্ভুনাথ নন্দীর ‘অনুরণন’ গ্রন্থটি লেখকের স্মৃতিকথা নির্ভর বই। এতে উঠে এসেছে লেখকের গ্রাম, গ্রামের স্কুল কলেজের প্রতিষ্ঠার ইতিহাস।
লেখক বয়সে প্রবীণ বলে তাঁর সময়ের চিত্র অত্যন্ত বিশ্বস্ততায় উপস্থাপন করতে পেরেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করতে সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধদলীয় সিদ্ধান্তের বাইরে কারো ঠাঁই আওয়ামী লীগে হবে না