অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে দরকার আন্তঃধর্মীয় সম্পর্ক উন্নয়ন

বাসন্তী পূজার আলোচনা সভায় নওফেল

| শুক্রবার , ৩১ মার্চ, ২০২৩ at ৫:২৮ পূর্বাহ্ণ

জে এম সেন হল প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদচট্টগ্রাম জেলা শাখা, চট্টগ্রাম কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ আয়োজিত বাসন্তী পূজায় গতকাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। পূজা উদযাপন পরিষদচট্টগ্রাম জেলার সভাপতি শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে আালোচনা সভায় আরো বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কেন্দ্রীয় সাবেক সভাপতি কাজল দেবনাথ, সাবেক সভাপতি মিলন কান্তি দত্ত, সাবেক সাধারণ সম্পাদক বাসুদেব ধর, মনীন্দ্র কুমার নাথ, নির্মল কুমার চ্যার্টাজী, ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডি. এন. চ্যার্টাজী, প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, জাতীয় দলের সাবেক ফুটবলার সত্যজিত দাশ রুপু, বিপুল কান্তি দত্ত, অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, অসীম কুমার দেব প্রমুখ।

শিক্ষা উপমন্ত্রী বলেন, প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর নানা ষড়যন্ত্রের কারণে দেশ পিছেয়ে গেছে অনেক সময়। সেই সাম্প্রদায়িক শক্তিকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে। এজন্য সামাজিক আন্দোলন গুরুত্বপূর্ণ। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবার আগে দরকার আন্তঃধর্মীয় সম্পর্ক উন্নয়ন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত চট্টগ্রামের শিক্ষার্থীর নামে বৃত্তি চালু
পরবর্তী নিবন্ধডাকাতির প্রস্তুতিকালে বাকলিয়ায় অস্ত্রসহ গ্রেপ্তার ৩