চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, সকল ধর্মের সম্মিলিত সহযোগে বাংলাদেশ অর্জিত হয়েছে। বাংলাদেশ প্রতিষ্ঠার ভিত্তি হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা। এই চেতনাকে আমরা কিছুতেই হরণ করতে দেব না। গতকাল চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাথে চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেন, বাঙালিদের জন্ম অসাম্প্রদায়িক চেতনায়। এই দেশে ধর্ম যার যার উৎসব এবং রাষ্ট্র সবার। তবে দুঃখজনক ব্যাপার হলো এমন কিছু ঘটনা ঘটে যায় যাতে সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে মান অভিমান ও অসন্তোষ জন্ম নেয়। এই অবাঞ্চিত ঘটনাগুলো যারা ঘটায় তারা বাংলাদেশ চায় না। সভায় পূজা উদ্যাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বলের প্রস্তাবনা বিবেচনায় আ.জ.ম. নাছির উদ্দীন জানান, বারেক বিল্ডিং হতে পতেঙ্গা সমুদ্র সৈকত পর্যন্ত রাস্তাটি সাময়িকভাবে চলাচল উপযোগী করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান। সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, খোরশেদ আলম সুজন, নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, আবু তাহের, শহীদুল আলম, পেয়ার মোহাম্মদ, আব্দুল লতিফ টিপু, হাজী বেলাল আহমদ, লায়ন আশিষ কুমার ভট্টাচার্য, হিল্লোল সেন উজ্জ্বল, বিমল কান্তি দে, এড. অরবিন্দু পাল অরুপ, এড. চন্দন তালুকদার, সাধন ধর, অর্পন ব্যানার্জী, রানা বিশ্বাস, সুমন দেবনাথ, প্রদীপ শীল, বিপ্লব কুমার চৌধুরী, বিপ্লব সেন, সজল দত্ত, মিথুন মল্লিক, এড. নটু চৌধুরী প্রমুখভ প্রেস বিজ্ঞপ্তি।