অসাম্প্রদায়িক দেশ গঠনে বঙ্গবন্ধুর নেতৃত্বে সংকল্পবদ্ধ হয়েছিল জনগণ

আলোচনা সভায় এমপি মোছলেম

| বৃহস্পতিবার , ২৫ মার্চ, ২০২১ at ৮:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, বাংলাদেশ স্মরণকালের এক ভয়াবহ ধ্বংসস্তূপের মধ্য থেকে জেগে উঠেছিল। পাকিস্তান সৃষ্টির এক বছর না পেরোতেই গণতন্ত্র চর্চার অভাব, ক্ষমতাসীনদের কর্তৃত্ববাদী রাজনীতি, অর্থনৈতিক বৈষম্য প্রভৃতি কারণে পাকিস্তানের পক্ষে ভোট দিয়ে ৪৬ সালে যারা এক হয়েছিল তাদের মোহভঙ্গ হয়ে শেখ মুজিবের প্রতি বিশ্বাস নিয়ে তার পাশে এসে দাঁড়াল। শুধু ধর্মের নামেই একটি রাষ্ট্র তৈরি করা যায় না, এই ধারণা পাল্টে সেদিন জনগণ স্বাধীন, অসাম্প্রদায়িক দেশ গঠনে বঙ্গবন্ধুর নেতৃত্বে সংকল্পবদ্ধ হয়েছিল।
স্বাধীনতা দিবস উপলক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, সেদিনের বৈরী পরিবেশেও বঙ্গবন্ধু সকল শ্রেণী পেশা ধর্মের মানুষকে একত্রিত করতে পেরেছিলেন। অপ্রাপ্তি দূর করে জাতির পূর্ণতা আনতেই প্রথমে স্বাধীনতা ও পরে অর্থনৈতিক মুক্তির কর্মসূচি নিয়ে বঙ্গবন্ধু এগিয়ে গিয়েছিলেন। সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি চেমন আরা তৈয়ব, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন, অ্যাডভোকেট মির্জা কছির উদ্দিন, আবু জাফর, অ্যাডভোকেট আবদুর রশিদ, অ্যাডভোকেট মুজিবুল হক, আবদুল হান্নান চৌধুরী, চেয়ারম্যান নাছির আহমদ, মোস্তাক আহমদ আঙ্গুর, কায়সারুজ্জামান খান ফারুক, বীর মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস, কল্পনা লালা, নাসির উদ্দিন, শফিউল আজম শেফু, দিদারুল আলম, চন্দনাইশ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট কামেলা খানম রূপা, অ্যাডভোকেট ফখরুল আবেদীন কায়সার, রাশেদুল আরেফিন জিসান, আবু বকর জীবন, নাসরিন, সম্রাট প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ মাহাবুবে আলম শেঠের ১৮ তম মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধশাল্লায় হামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ