অসাম্প্রদায়িক দেশ গঠনে কাজী আরেফ-আবুল কালামের অবদান স্মরণীয় হয়ে থাকবে

স্মরণসভায় বক্তারা

| রবিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:২৮ পূর্বাহ্ণ

প্রাক্তন জাসদ ফোরাম চট্টগ্রামের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা কাজী আরেফ আহমেদ ও দক্ষিণ জেলা জাসদের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদের স্মরণে সভা গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের এস.রহমান হলে অনুষ্ঠিত হয়। সোলায়মান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ডা. সামসুদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা গবেষক ডা. মাহফুজুর রহমান, জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আবু মো. হাশেম, আবদুল আহাদ চৌধুরী, নুরুল আরশাদ চৌধুরী, রাজেন্দ্র প্রসাদ চৌধুরী, মজহারুল হক শাহ্‌ চৌধুরী।
মশিউর রহমান খানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মো. ইলিয়াছ মিয়া, মো. শাহ জাহান, রাজা মিয়া, নুরুল আলম মন্টু, হাসান মারুফ রুমী, অরোয়া আয়শা, হায়দার আলী, মো. শাহজাহান চৌধুরী, সেলিম চৌধুরী, হাসান শহীদ রানা। বক্তারা বলেন, অসাম্প্রদায়িক দেশ গঠনে কাজী আরেফ আহমেদ ও এডভোকেট আবুল কালাম আজাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। অসাম্প্রদায়িক দেশ গঠনের আন্দোলনের মাধ্যমেই এই দুই নেতাকে আজীবন স্মরণ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাঁদ শাহ (রা.)’র ১৯৩তম ওরশ আজ
পরবর্তী নিবন্ধমহানগরের তুলনায় উপজেলায় শনাক্ত বেশি