বাংলাদেশ জাসদ চট্টগ্রাম উত্তর-দক্ষিণ ও মহানগর শাখার যৌথ উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা, ঘাতক-দালাল নির্মূল কমিটি গঠনের জাতীয় রূপকার কাজী আরেফ আহম্মদের ২২তম হত্যাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে গতকাল দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাসদের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে কাজী আরেফের ভূমিকা চিরস্মরণীয়। এসময় বক্তারা কাজী আরেফ হত্যার পুন:তদন্ত করে হত্যার মাস্টারমাইন্ড উদঘাটন করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। এতে বক্তব্য রাখেন, বাবু ইন্দু নন্দন দত্ত, এডভোকেট আবু মোহাম্মদ হাসেম, জাহাঙ্গীর হোসেন চৌধুরী, ভানুরঞ্জন চক্রবর্তী, আবু বক্কর সিদ্দিকী, স্বপন চৌধুরী, এস.এম. আক্ততারুল আলম, মাহবুবুল হক, মোহাম্মদ ইউসুফ, অধ্যক্ষ সমীর দাশ, নজীর আহমদ, হায়দার আলী, ডি.এইচ খান, আব্দুল লতিফ, সৈয়দ জাফর হোসেন, আমানুল্লাহ খান, আনোয়ারুল ইসলাম, ওবায়দুল হক ও মোহাম্মদ লোকমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।