ডিসেম্বর আমাদের গৌরবের মাস। আমরা ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে ১৯৭১ সালে ডিসেম্বরের ১৬ তারিখে সোনার বাংলাদেশ পেয়েছি। এ উপলক্ষ্যে অসীম শ্রদ্ধা নিবেদন করি স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাই বাঙালির বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীকদের, আরো শ্রদ্ধা জানাই বাঙালির মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন যারা তাদেরকে। আজ দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। ঠিক বঙ্গবন্ধু যেমনটি স্বপ্ন দেখেছিলেন, সেই লক্ষেই পৌঁছে যাচ্ছে বাংলাদেশ। ২০৩২ সালে বিশ্বের বড় অর্থনীতির ২৫ টি দেশের একটি হওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা। স্বাধীনতার ৫০ বছরে দেশের আর্থ–সামাজিক ও অর্থনীতিতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আমাদের প্রাপ্তির তালিকা বেশ বড়, সমৃদ্ধ, গৌরবময়। শিক্ষার হার, মাথাপিছু আয় এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ, সামষ্টিক অর্থনীতির আকার, কর্মসংস্থান, বিদ্যুতায়ন, গ্রামীণ সড়কের ঘনত্ব, শিল্পায়ন, গৃহায়ণ, নগরায়ণ, ব্যবসা–বাণিজ্যের প্রসার, দারিদ্র্য বিমোচনেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও আমাদের ৫০ বছরের অগ্রগতি স্বস্তিদায়ক।
যেমন সার্বিক সাধারণ শিক্ষা, স্বাস্থ্য তথা শিশুমৃত্যু, মাতৃমৃত্যু, গড় আয়ু, ইপিআই, নারীর ক্ষমতায়ন, জন্ম ও মৃত্যুহার হ্রাস ইত্যাদিতে অগ্রগতির উল্লেখ করা যেতে পারে। তাছাড়া পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক প্ল্যান্ট, বঙ্গবন্ধু ট্যানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, উড়ালসেতু প্রভৃতি বড় বড় কাঠামো বাঙালিকে বিশ্বের বুকে এক নজিরবিহীন দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেছে। অসাম্প্রদায়িক চেতনাকে মূলভিত্তি করে অগ্রগতির পথে এগিয়ে যাক বাংলাদেশ। ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের অহংকার, আমাদের গর্ব।