অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে

জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা

| বৃহস্পতিবার , ২৮ অক্টোবর, ২০২১ at ১১:৩৪ পূর্বাহ্ণ

জাসদ চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার দলের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে জাসদ নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সর্বস্তরের রাজনৈতিক ও সামাজিক শক্তি সমূহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। জাসদ দক্ষিণ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে এবং উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক এস.এম. আখতারুল আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ইন্দু নন্দন দত্ত। বক্তব্য রাখেন এড. আবু মোহাম্মদ হাসেম, মোহাম্মদ খালেদ, নাসিরুল নবাব, জাহাঙ্গীর হোসেন চৌধুরী, ভানু রঞ্জন চক্রবর্তী, হাজী আবু বক্কর, স্বপন চৌধুরী, হাজী সরওয়ার আলম চৌধুরী, হায়দার আলী, দেলওয়ার হোসেন, জসীম উদ্দীন মোবারক, অধ্যক্ষ সমীর দাশ, আবদুল লতিফ, মোহাম্মদ ইউসুফ প্রমুখ।
নেতৃবৃন্দ কঠোর হস্তে দুর্বৃত্তায়নের রাজনীতি দমন করার জন্যে সরকারের প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারীর উন্নয়ন ও ক্ষমতায়নে শেখ হাসিনা বিশ্বের রোল মডেল : হাসিনা মহিউদ্দিন
পরবর্তী নিবন্ধজিআরআই এর সাথে যুক্ত হল স্ট্যান্ডার্ড ব্যাংক