অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ নির্মাণ করতে চাই

সরস্বতী পূজায় বস্ত্র বিতরণকালে ডা. শাহাদাত

| বুধবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:৪২ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, যুগ যুগ ধরে এই দেশের সকল সমপ্রদায়ের মানুষ সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের মধ্য দিয়ে বসবাস করে আসছে। বিভিন্ন সময়ে একসাথে অধিকার রক্ষার জন্য সংগ্রামও করেছে। আমরা অসামপ্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে চাই। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সরস্বতী পূজা উপলক্ষে মোহাম্মদপুর নিতাই সংঘের উদ্যোগে খতিবের হাট মুনস্টার চত্বরে বস্ত্র বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. শাহাদাত বলেন, সরস্বতী হলেন জ্ঞান ও বিদ্যার দেবী। তাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে দুর্নীতিমুক্ত জাতি গঠন করতে হবে। আমরা অন্ধকার থেকে আলোয় যেতে চাই। অনুষ্ঠানে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, বিএনপি সামপ্রদায়িক সমপ্রীতিতে বিশ্বাসী। এতে সভাপতিত্ব করেন নিতাই সংঘের সাধারণ সম্পাদক জিশু চৌধুরী। সঞ্চালনায় ছিলেন প্রদীপ ধর শতদ্বীপ। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসকান্দর মির্জা, মো. ইদ্রিস আলী, জসিম উদ্দীন চৌধুরী, মো. আলী সাকি, এমদাদুল হক বাদশা, সেলিম উদ্দীন রাসেল, গোলজার হোসেন ও হাফেজ মো. কামাল। উপস্থিত ছিলেন সাইদুল ইসলাম, সোলাইমান মনা, রাসেল আহমদ, সতজিৎ বড়ুয়া রুপু, অজয় ঘোষ, বিজয় ঘোষ, জিশু দেব, শিমুল দে, মিল্টন দাশ, হৃদয় মিত্র, বিপ্লব ঘোষ, রানী চৌধুরী, জয়মিত্র প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরামুতে যুবকের বস্তাবন্দি লাশ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮২ জন