বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, চট্টগ্রাম মহানগর শাখার ত্রি–বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি চবি আইন অনুষদের সাবেক ডিন প্রফেসর এ বি এম আবু নোমান বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ ছিল মুক্তিযুদ্ধের মূল চেতনা। মুক্তিযুদ্ধের চার মূলনীতি গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র এই নীতির উপর নির্ভর করে আমরা স্বাধীন ও সার্বভৌমত্ব ভূখণ্ড পেয়েছি। এই স্বাধীন ও সার্বভৌম ভূখণ্ডে প্রক্রিয়াশীল গোষ্ঠীর সাম্প্রদায়িক নীলনক্সাকে আমাদের প্রতিহত করতে হবে। এ অসাম্প্রদায়িক স্বাধীন বাংলাদেশের যে চেতনা তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের।
গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, মহানগর শাখার ত্রি–বার্ষিক সম্মেলন আহ্বায়ক অ্যাডভোকেট রুবেল পালের সভাপতিত্বে এবং যুগ্ম–আহ্বায়ক রাহুল দত্তের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, ঐক্য পরিষদ, মহানগরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, শরৎ জ্যোতি চামকা, দেবাশীষ নাথ দেবু, কাউন্সিলর নিলু নাগ, বিভাবসু গোস্বামী বাপ্পা, অধ্যাপক টিংকু চক্রবর্তী, রুমেল বড়ুয়া রাহুল। এর আগে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে ফেস্টুনসহ বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি রাহুল বড়ুয়া।
সম্মেলনের ২য় অধিবেশনে বিষয় নির্ধারণী কমিটির সভা কেন্দ্রীয় সভাপতি রাহুল বড়ুয়ার সভাপতিত্বে ও কাউন্সিলারদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আগামী ৩ (তিন) বছরের জন্য বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, চট্টগ্রাম মহানগরের সভাপতি হিসেবে অ্যাডভোকেট রুবেল পাল ও সাধারণ সম্পাদক হিসেবে রুবেল শীলের নাম ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











