অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণে মোখতার আহমদের অবদান অনস্বীকার্য

স্মরণসভায় জেলা পরিষদ চেয়ারম্যান

| মঙ্গলবার , ২৪ অক্টোবর, ২০২৩ at ৭:৩০ পূর্বাহ্ণ

জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেছেন, মহান মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণে মোখতার আহমদের অবদান অনস্বীকার্য। তিনি একজন বড় মাপের রাজনীতিবিদ হওয়ার পরও ক্ষমতার অপব্যবহার করেননি এবং এক চুল পরিমাণও আদর্শ থেকে বিচ্যুত হননি। তাঁর মতো আদর্শবান, নীতিবান, সৎ ও সাহসীপূর্ণ নেতা রাজনীতির ইতিহাসে বিরল। মহান মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে মোখতার আহমদের অবদান জাতি আজীবন শ্রদ্ধায় স্মরণ করবে।

তিনি গত ২১ অক্টোবর বীরমুক্তিযোদ্ধা সাবেক এমপি, মোখতার আহমদ স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলমের সভাপতিত্বে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান, মুক্তিযোদ্ধা ডা. আবু ইউসুফ চৌধুরী, . জিনব্যোধি ভিক্ষু, মো. ইদ্রিস কমান্ডার, আবুল কালাম আজাদ চৌধুরী, ক মোহাম্মদ হাবিব উল্লাহ, শেখ নজরুল ইসলাম মাহমুদ, রেহেনা চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন স.. জিয়াউর রহমান। রতন বড়ুয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মো. শহিদুল ইসলাম, চৌধুরী জসিমুল হক, নজরুল ইসলাম মোস্তাফিজ, হানিফুল ইসলাম চৌধুরী, অচিন্ত্য কুমার দাশ, নারায়ন দাশ, মো. কালিম শেখ, রোজি চৌধুরী, মো. সেলিম উদ্দিন, আয়েশা সিদ্দিকা, মৌ চৌধুরী, আবছার উদ্দিন অলি, ইঞ্জিনিয়ার মো. এমরান ও আবদুল মান্নান রানা। সভা শেষে স্মরণসভা কমিটির উদ্যোগে প্রকাশিত মোখতার আহমদের জীবনী সংকলন নিয়ে প্রকাশিত ‘মৃত্যুতে নিঃশ্বেষ নও তুমি’ স্মরণ গ্রন্থের উন্মোচন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘সুফিগণের জীবনদর্শন অনুসরণ উম্মাহর পাথেয়’
পরবর্তী নিবন্ধআনোয়ারায় মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল