অসাম্প্রদায়িক জাতি চেতনা মুক্তিযুদ্ধের অঙ্গীকার বলে মত প্রকাশ করেছেন মহানগর ১৪ দলের সমন্বয়ক ও মহানগর আওয়ামী লীগের সহ–সভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল শনিবার নগরীর জেএম সেন হল পূজামণ্ডপ এবং হাজারী লেইন পুজামণ্ডপে হিন্দু সম্প্রদায়ের সাথে ১৪ দলের নেতৃবৃন্দের শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে এই মত প্রকাশ করেন তিনি।
এসময় তিনি বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যে ধারা চলমান রয়েছে সে ধারাকে অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। ১৪দল নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তারা পূজামণ্ডপের পূজার্থীদের সাথে কথা বলেন। ১৪ দল নেতৃবৃন্দ বর্তমান সরকারের বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিমুদ্দিন বাবুল, ন্যাপ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য গাজী আলমগীর কবির, ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক শরীফ চৌহান, ন্যাপ কেন্দ্রীয় কমিটির সদস্য মিটুল দাশগুপ্ত, ন্যাপ মহানগর কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ মজুমদার, গণআজাদী লীগ মহানগর সাধারণ সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. খোরশেদ আলম, আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী, মহানগর পুজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, রতন দাশ, সাজু হাজারী, সমীর মহাজন লিটন প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।












